২য় রাউন্ডে করণীয় ও আমার অভিজ্ঞতা
প্রথমেই ২য় রাউন্ডে উত্তীর্ণ সম্মানিত শিক্ষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা ২০১২ তে ২য় রাউন্ড যেভাবে সম্পন্ন হয়েছিল আমি তা আপনাদের জানার আগ্রহের কারণে তুলে ধরার চেষ্টা করছি। তবে প্রথমেই বলে রাখছি আমি জানিনা এবার ২য় রাউন্ডে কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আমার মনেহয়, হয়তো গতবারের মতো এবারও একই নিয়মে সম্পন্ন হবে। যদি তা নাও হয় তাহলে আমার বিশ্বাস আপনারা একটি দিক নিদের্শনা পাবেন। যা পরবর্তীতে পুরোটা না হলেও অনেকাংশে আপনাদের সহযোগিতা করবে।
নিয়মাবলী :
- আপনি যে বিষয়টিতে (বাংলা, ইংরেজী, গণিত, বিজ্ঞান, অন্যান্য......) অপেক্ষাকৃত বেশি দক্ষ সেটি পছন্দের এক নম্বর তালিকায় রাখতে পারেন।
- প্রতিযোগিতার দিন নির্দিষ্ট সময়ে কম্পিউটার ল্যাবে প্রবেশ করে রেজিষ্ট্রেশন কাজ সমাপ্ত করে একটি কম্পিউটার দখল করবেন।
- তারপর আপনি যে বিষয়ে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরী করবেন সেই বিষয় থেকে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরী করবেন এমন ৩টি পাঠ পছন্দ চাওয়া হতে পারে।
- আপনি সাদা কাগজে আপনার পছন্দক্রম লিখে দিবেন।
- সম্মনিত বিচারকমন্ডলী সেখান থেকে যেকোন ১টি পাঠের উপর আপনাকে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরী করতে বলবেন।
- আপনাকে ঐ কম্পিউটারে বসেই ইন্টারনেট থেকে রিসোর্স ডাউনলোড করে ৪ঘন্টা সময়ের মধ্যে কন্টেন্টটি শেষ করতে হবে।
- তারপর সম্মানিত বিচারকমন্ডলী তা পেন ড্রাইভে জমা নিবেন।
- এরপর শুরু হবে উপস্থাপন। আপনার তৈরীকৃত কন্টেন্টটি দিয়ে সেখানেই পাঠদান করতে হবে।
- উপস্থাপনকালীন সময়ে বিচারকমন্ডলী মাল্টিমিডিয়া কন্টেন্ট এর ১০টি বিশেষ দিক বিবেচনা করে আপনাকে নম্বর প্রদান করবেন।
- এভাবে একে একে প্রত্যেকের উপস্থাপনা শেষ হলে ২য় রাউন্ডের শেষ এবং ৩য় রাউন্ডের জন্য অপেক্ষা শুরু হবে।
বিশেষ সতর্কতামূলক পরামর্শ:
- আপনি এখনি ৫/৬টি পাঠ পছন্দ করে পরিকল্পনা করে রাখতে পারেন।
- গুরুত্বপূর্ণ ভিডিও পেন ড্রাইভে নিতে পারেন। তবে বিচারক মন্ডলী তা ব্যবহার করতে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তাই URL মনে রাখতে পারলে পরবর্তীতে সহজেই ডাউনলোড করতে পারবেন।
- একটি দ্রুত গতির মডেম সাথে রাখবেন অবশ্যই।
- আপনি যে কয়টি পাঠ্য বই থেকে কন্টেন্ট তৈরী করবেন বলে সিদ্ধান্ত নিবেন তা অবশ্যই সাথে নিবেন।
- মাথা যতটুকু ঠান্ডা রাখা যায় ততই আপনার জন্য মঙ্গল। বেশি তাড়াহুড়ো করলে মাথা গুলিয়ে যাবে তখন হয়তো টেনশনে কন্টেন্ট খারাপ হতে পারে।
- ১০০% আত্মবিশ্বাস বজায় রাখবেন।
- আপনি যে কন্টেন্টগুলো ইতোমধ্যে বাতায়নে বা নিং -এ আপলোড করেছেন সেগুলো প্রতিযোগিতায় দিলে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে।
- কন্টেন্টে স্বল্প সময়ে প্রদর্শন হয় এমন এ্যানিমেশন নিবেন।
- কালার ম্যাচিং এ সতর্ক থাকবেন। লাল ও হলুদ ব্যবহার করবেন না।
- অযথা বেশি চাকচিক্য পরিহার করবেন। পাঠ সংশ্লিষ্ট নয় এমন জিনিস কন্টেন্টে রাখবেন না।
- শিখন ফল নির্ধারণে সর্বাধিক গুরুত্ব দিবেন অবশ্যই। কেননা শিখনফল হচ্ছে কন্টেন্ট এর মা। শিখনফলকে ঘিরেই আপনার পুরো কন্টেন্টটি আবর্তিত হবে। শিখনফল উপযুক্ত হলে এবং তার বাস্তবায়ন কৌশল কন্টেন্টে উপযুক্ত হলে আপনি সর্বাধিক নম্বর পাবেন আশা করি।
কখন যাবেন :
প্রতিযোগিতার তারিখের পূর্বদিন দুরের বন্ধুরা নির্দিষ্ট টিটিসিতে চলে যেতে পারেন। সেখানে থাকার সু-ব্যবস্থা হবে নিশ্চয়। তবে যারা কাছাকাছি থাকেন তারা নির্দিষ্ট সময়ে গেলেও চলবে।
আমি ২০১২'এর সেরা ১০জনের একজন হওয়ার গৌরব অর্জন করতে পেরেছিলাম। সেই অভিজ্ঞতার আলোকেই লিখলাম। ২০১৪ সালে কী ব্যবস্থাপনায় বা কী নিয়মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আশা করি কর্তৃপক্ষ খুব দ্রুত আপনাদের জানাবেন।
আজ আর নয়। অনেক কিছু লিখে ফেললাম। ভূলক্রটি মার্জনা করবেন।
আরও কিছু জানার থাকলে কমেন্টস-এ লিখবেন। যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করবো।

সাম্প্রতিক মন্তব্য


আলপনা নাসরিন
স্যার এটা কখন হয়।কিভাবে অংশগ্রহণ করতে হয়, competition এর জন্য কিভাবে select করা হয়

আজিজুল ফকির
অভিনন্দন।লাইক এবং পূর্ণ রেটিং দিলাম। আমার কন্টেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল স্যার।

মোঃরুহুল আমিন খান
অভিনন্দন।লাইক এবং পূর্ণ রেটিং দিলাম। আমার কন্টেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মো: ইব্রাহীম হোসেন
অভিনন্দন।লাইক এবং পূর্ণ রেটিং দিলাম। আমার কন্টেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

ফাতেমা আক্তার
ধন্যবাদ স্যার,সুন্দর লেখার জন্য,আমার কন্টেন্ট দেখার অনুরোধ রইল।

মোঃ লুৎফর রহমান
অভিনন্দন।লাইক এবং পূর্ণ রেটিং দিলাম। আমার কন্টেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

লাইলী আক্তার
Very good. লাইক এবং পূর্ণ রেটিংসহ ধন্যবাদ। আমার কন্টেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মো.মনজুরুল হাসান
ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আমি তেতুলিয়া উপজেলার ICT4E ambassador হিসেবে যুক্ত হয়েছি। আপনার সসহযোগিতা কামনা করছি।



মোঃ মর্তুজার রহমান (সবুজ) Golmunda Fazil Madrasha
আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
















মতামত দিন