অ্যাম্ব্যাসেডরগণকে অধিক সক্রিয়করণ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে বড় হাতিয়ার হল ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। সে লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল শিক্ষাব্যবস্থার আওতায় আনা হয়েছে। দেশের সব খাতের নিয়মিত আধুনিকরণ হলেও শিক্ষা খাত ছিল সেকেলে আমলের। দীর্ঘদিন শিক্ষা ব্যবস্থায় কোন উল্লেখযোগ্য সংষ্কার হয়নি বললেই চলে। বর্তমান সরকার এ বিষয়টির গুরুত্ত্ব অনুধাবন করে শিক্ষা ব্যবস্থার সকল স্তরকে আধুনিকীকরণে ব্যবস্থা গ্রহন করে। আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্ত্বপূর্ণ অনুষঙ্গ হল আইসিটি। তৃণমূল পর্যায়ে আইসিটি জ্ঞানকে ছড়িয়ে দিতে ইতিমধ্যে সরকার a2i এর মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় জেলা ict4e অ্যাম্ব্যাসেডর নিয়োগ করেছে। যারা শিক্ষার সকল পর্যায়ে আইসিটির ব্যবহারকে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন।
কুড়িগ্রাম
জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয় জেলা ict4e
অ্যাম্ব্যাসেডরগণকে জেলার সকল শিক্ষককে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠের সদস্যকরণ, শিক্ষার্থীদেরকে
কিশোরবাতায়নের সদস্যকরণ, অনলাইন স্কাউট নিবন্ধনসহ বিভিন্ন কাজে সম্পৃক্ত করে যাচ্ছেন।
তিনি জেলা ict4e অ্যাম্ব্যাসেডরগণকে মাননিয় জেলা প্রশাসক মহোদয়ের
সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাঁদের আর কী কী কাজে সম্পৃক্ত করা যায় তা নিয়ে জেলা
প্রশাসক মহোদয়ের সাথে পরামর্শ করেছেন। তিনি সব সময় অ্যাম্ব্যাসেডরগণের সাথে যোগাযোগ
রাখেন, এটি একটি ভাল উদ্যোগ। কিন্তু সমস্যার কথা হল- জেলার তিনটি উপজেলা চিলমারী, রৌমারী
ও রাজিবপুরে কোন ict4e অ্যাম্ব্যাসেডর নেই এবং কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী
ও উলিপুর উপজেলায় অ্যাম্ব্যাসেডর সংখ্যা কম। এছাড়া কোন কোন অ্যাম্ব্যাসেডর একেবারেই
নিষ্ক্রিয়।
আমি মনেকরি অ্যাম্ব্যাসেডরগণকে অধিক সক্রিয়করণ দেশের SDG অর্জনের প্রক্রিয়াকে তরান্বিত করবে। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য, a2i সহ সংশ্লিষ্ট সকলের
দৃষ্টি আকর্ষন করছি।ধন্যবাদ।

সাম্প্রতিক মন্তব্য


মোঃশাহবাজ উদ্দিন
শ্রেণি উপযোগী মান সম্মত কন্টেন্ট আপলোড করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইল। আমার ছবিতে ক্লিক করে এ সপ্তাহের কন্টেন্ট দেখে আপনার মূল্যবান রেটিংসহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল ।









মতামত দিন