সেরা উদ্ভাবক: কী এবং কেমন হবে আপনার গল্প
সুপ্রিয় সহকর্মী বন্ধুগণ, বিগত অক্টোবর ২০১৯ হতে শিক্ষক বাতায়ন নতুন রূপে যাত্রা শুরু করেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডিজাইন, সুবিধা, সেবা এবং পেশাগত দক্ষতা অর্জনের দিক থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে বাতায়নে। সময়ের প্রয়োজনে এবং আপনাদের চাহিদার কারণেই এই পরিবর্তন। এটি একটি নিয়মিত কাজ এবং আগামীতে হয়তো আরো ভিন্নতা, ন্যানো টেকনোলজি, প্রজেক্ট লার্নিং, রিসার্চ লার্নিং, পেশাগত চ্যালেন্জ এবং বেস্ট প্র্যাকটিস নিয়ে বাতায়নকে ভাবতে হবে। শিক্ষকদের মোটিভেশন এবং রিকগনিশনের জন্য বাতায়ন চারটি ক্যাটাগরিতে (সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মার এবং সেরা নেতৃত্ব) শিক্ষক নির্বাচন করছে। সেরা উদ্ভাবক পর্বে অংশগ্রহণের জন্য অনেকেই তাদের গল্প আপলোড করছেন। অনেক উদ্ভাবনী গল্প আমাদের মুগ্ধ করেছে। আবার অনেকগুলো মানদণ্ডে পিছিয়ে আছে। কী থাকতে হয় একটি উদ্ভাবনী গল্পে? আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন তা আগে কেমন ছিল? আপনি কী কী ইন্টারভেনশন দিয়েছেন (কী কী কাজ করেছেন)? এর ফলে শিক্ষার্থীদের মধ্যে কী পরিবর্তন এসেছে? আগে শিক্ষার্থীদের কী অসুবিধা হতো? স্টেকহোল্ডারগণ আপনার উদ্ভাবনকে কীভাবে দেখছেন? এটি পরবর্তীতে স্থায়ী হবে কি না? আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে কি না? আপনি না থাকলেও উদ্যোগটি চলমান থাকবে কি না? এমন কিছু প্রশ্ন মাথায় নিয়ে আপনাকে উদ্ভাবনী গল্প তৈরি করতে হবে। স্টোরি দেখে নির্বাচকগণ এই ধরনের কিছু প্রশ্নের উত্তর খুঁজবেন আর আপনাকে সেরা উদ্ভাবক হিসেবে ঘোষণা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে চাই নতুন নতুন উদ্ভাবনী গল্প।

সাম্প্রতিক মন্তব্য


মোহাম্মদ শাহ আলম
প্রিয় স্যার, আসসালামু আলাইকুম, বাতায়নে আমি সক্রিয়ভাবে অনেক দিন যাবত কাজ করে আসছি। বাতায়নে আমি ৫৬৭টি কনটেন্ট, ৭৩টি ভিডিও কনটেন্ট, ১৩৪টি ছবি, ২১১টি ব্লগ ও ৪১টি অনলাইন ক্লাস আপলোড করেছি। স্যার সময় পেলে আমার বাতায়ন প্রোফাইল দেখার জন্য বিনীত অনুরোধ রইল। স্যার আপনার সুচিন্তিত মূল্যায়ন আমার পেশাগত জীবনে অনুপ্রেরণা যোগাবে । বাতায়ন প্রোফাইল লিংকঃhttps://teachers.gov.bd/profile/shaalam15876 মোঃ শাহ আলম। প্রভাষক (অর্থনীতি) প্রতিষ্ঠানের ধরন: আলিম শাখা বিভাগ ঢাকা জেলা: গাজীপুর উপজেলা: কালিয়াকৈর মাদ্রাসার নাম: মোজাদ্দেদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা । মোঃ ০১৭২৪০৮৯৪৯২

জাহানারা খাতুন
thnx for ur precious information. It will be more clear to us if u describes this in a Little more.

মোহাম্মদ শাহ আলম
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মো: আখের আলী
কর্তৃপক্ষকে ধন্যবাদ যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহনের জন্য। এটি একদিকে যেমন শিক্ষকদের মাঝে সৃষ্টিশীলতার বিকাশ ঘটাবে তেমনি শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমার একটি প্রস্তাবনা হলো- সেরা নির্বাচিত করার কাজটি যথাযথভাবে মূল্যায়নের দিক উল্লেখপূর্বক বাতায়নে প্রকাশ করলে(প্রতিটি সেরা) অন্যান্য শিক্ষকরা কিভাবে কাজ করতে হবে তা জানতে পারবে । আবারো ধন্যবাদ জানাচ্ছি উদ্যোগটি গ্রহনের জন্য।

মোহাম্মদ শাহ আলম
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
চমৎকার উপস্থাপনা। লাইক ও পূর্ণ রেটিংসহ অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

মোহাম্মদ শাহ আলম
লাইক ও পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। সেই সাথে আমার বাতায়ন পেইজ ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল।

মোহাম্মদ শাহ আলম
লাইক ও পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। সেই সাথে আমার বাতায়ন পেইজ ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল।

রমজান আলী
আপনার মূল্যবান মতামত, লাইক ও রেটিং এর জন্য অসংখ্য ধন্যবাদ।।লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

শেখ মোহাম্মদ আজিজুল হক
সুন্দর তথ্য নির্ভর লেখার প্রতি লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা।

মোঃ হুমায়ূন কবীর, বি.এস-সি, বি.এড (১ম শ্রেণি), এম.এড(১ম শ্রেণি), এম.এস.এস - রাষ্ট্র বিজ্ঞান
very good

দ্বীন মোহাম্মদ
এ লেখাটিতে সেরা উদ্ভাবক সম্পর্কে পরিস্কার ধারনা পাওয়া গেল।শিক্ষক বাতায়ন কতৃপক্ষকে এ জন্য আন্তরিক ধন্যবাদ।

Khalidur Rahman
শিক্ষক বাতায়ন' বাহ কি সুন্দর শিরোনাম। এই পোর্টাল শিক্ষকদের মাঝে ঠিক কতটা জনপ্রিয় হয়েছে? ছাত্রদের মাঝে?...... এখনও হাজারো শিক্ষক বাতায়নের সদস্য নয়। কিভাবে সদস্য হতে হবে তাও জানেনা। জানার চেষ্টাও করেনা। ডিজিটাল বাংলাদেশ যাকে দিয়ে হবে, সেই যদি ডিজিটালাইজড না হয় তবে নতুন প্রজন্মকে দেবেটা কি? বহু প্রতিষ্ঠানের ict টিচার গন্ডমূর্খ আই সিটিতে। প্রধান গন তো আছেন স্বার্থসংশ্লিষ্ট কাজে। কি হবে আমাদের তরুনদের? কে তাকে পথ দেখাবে? কি যে দিনকাল আসলো!
মতামত দিন