শ্রদ্ধেয় প্যাডাগোজি রেটার, এডমিন স্যার/ম্যাডাম, সেরা কনটেন্ট নির্মাতা, বাতায়নের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম।

শ্রদ্ধেয় প্যাডাগোজি রেটার, এডমিন স্যার / ম্যাডাম, জেলা অ্যাম্বাসেডরগণ, সেরা কনটেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবকগণ, সেরা রেটিংপ্রাপ্ত শিক্ষকগণ ও শিক্ষক বাতায়নের সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। শিক্ষক বাতায়নে আমার আপলোডকৃত ১৫তম কনটেন্ট। নবম- দশম শ্রেণি_তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ) । এই কনটেন্টটি তৈরি করা হয়েছে বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্বে দক্ষতা বৃদ্ধির জন্য। কনটেন্ট দেখে আপনাদের গঠনমূলক মতামত, পরামর্শ, লাইক, কমেন্টস ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সাম্প্রতিক মন্তব্য


মোহাম্মদ গোলাম ছামদানী
সুন্দর শ্রেণী উপযোগী ও মানসম্মত কন্টেন্ট আপলোড এর জন্য পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। আমার কন্টেন্ট দেখে রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমার ছবির উপর ক্লিক করেন > কনটেন্ট টাইটেলের উপর ক্লিক করেন প্লিজ পূর্ণ রেটিং সহ মন্তব্য করুন। ধন্যবাদ। ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। আমাদের লক্ষ্য আইসিটির বহুমাত্রিক ব্যবহারে প্রতি উপজেলায় কমপক্ষে ১০ জন করে দক্ষ শিক্ষকদের ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা যারা নিজ জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন। ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচনের ক্ষেত্রে কিছু মানদণ্ডঃ - শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে। - শিক্ষক বাতায়নে নিজের তৈরি কমপক্ষে ২০ টি কনটেন্ট থাকতে হবে। - সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা (শিক্ষক বাতায়ন) - মাল্টিমিডিয়া কনটেন্ট কম্পিটিশনে সেরা মডেল কনটেন্ট নির্মাতা - মাস্টার ট্রেইনার অফ আইসিটি ইন এডুকেশন - অ্যাডভানসড আইসিটি ট্রেনিং কোর্স সম্পন্নকারী - মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর -মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভুমিকা পালনকারী - মুক্তপাঠ প্রত্যয়িত (মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি –MMCD ও বেসিক টিচার্স ট্রেনিং (BTT) কোর্স) - বেসিক টিচার্স ট্রেনিং (BTT) কোর্স)- আইসিটি ২ প্রকল্প - ধারাবাহিক মুল্যায়ন প্রশিক্ষণ- সেসিপ প্রকল্প উপরিউক্ত যে মানদণ্ডে (কমপক্ষে ৪ টি মানদণ্ড) আপনি নির্বাচিত হবেন তার প্রমাণপত্র সহ উপজেলা মাধ্যমিক/জেলা শিক্ষা অফিসের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি avijitsdu@gmail.com এই ঠিকানাই পাঠাতে হবে।

লাইলী আক্তার
লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল। আমার এই সপ্তাহের কনটেন্ট ৫ম শ্রেণির English বিষয়ের Happy Birthday, Unite: 15 কনটেন্টটি দেখবেন এবং মতামত ও রেটিং দিবেন।

মোহাম্মদ আব্দুল মালেক
শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য লাইক, রেটিং সহ মতামত। আমার কন্টেন্ট দেখে লাইক, রেটিং, মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।

মোহাম্মদ আব্দুল মালেক
শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য লাইক, রেটিং সহ মতামত। আমার কন্টেন্ট দেখে লাইক, রেটিং, মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।

মোহাম্মদ আব্দুল মালেক
শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য লাইক, রেটিং সহ মতামত। আমার কন্টেন্ট দেখে লাইক, রেটিং, মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।

মোঃআনিছুর রহমান(সবুজ)
পূর্ণ রেটিং সহ শুভকামনা। আমার ছবিতে ক্লিক করে আমার কনটেন্ট দেখে লাইক ও পূর্ণ রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।
মতামত দিন