ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকগণের করনীয় === মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরুড়া, কুমিল্লা
ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণের অংশ হিসেবে শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রসারে Access to Information (a2i) Program , PMO Office ( বর্তমান ICT Division ) সারাদেশের তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ নিয়েছে “ জেলা ICT4E অ্যাম্বাসেডর” । মূল লক্ষ্য নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ পাশবর্তী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সহকর্মী শিক্ষক , শিক্ষার্থীদের মধ্যে শিক্ষায় তথ্য প্রযুক্তি প্রসারে কাজ করা ।ICT4E Ambassador বলতে আমরা বুঝি তথ্য প্রযুক্তির দ্রুত বা প্রতিনিধি । অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার শতভাগ বৃদ্ধিতে শিক্ষা মন্ত্রণালয় এবং Access to Information ( a2i) এর প্রতিনিধি বা দ্রুত হিসেবে মাঠ পর্যায়ে কাজ করা । এ কাজ করা আমি মনে করি অত্যন্ত সম্মানের । বর্তমানে দেশে লক্ষ লক্ষ শিক্ষক এর মধ্যে এই অ্যাম্বাসেডর শিক্ষক সংখ্যা ১৪৭৬ জন ।
বর্তমান বৈশ্বিক করোনা মহামারিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে। শিক্ষার্থীদের একাডেমিক ঘাটতি যতে না ঘটে সেজন্য সংসদ বাংলাদেশ টেলিভিশন এ ডিজিটাল পাঠদান সহ বিভিন্ন পেইজ বুক অনলাইন স্কুলেও চলছে পাঠদান । বর্তমান এই কঠিন সময়ে আমি মনে করি শিক্ষক অ্যাম্বাসেডর এর দায়িত্ব পালন করার যথেষ্ট সুযোগ রয়েছ ।ইতিমধ্যে অনেক সম্মানিত শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছেন যা অত্যন্ত প্রশংসনীয়। এ ক্ষেত্রে ICT4E অ্যাম্বাসেডরগণ যা করতে পারেন :
1. অনলাইন পাঠদান কার্যক্রমে নিজেকে সক্রিয় করা ।
2. সহকর্মী শিক্ষকগণকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উৎসাহিত করা ।
3. শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাস সমূহ সম্পৃক্ত হয় সেজন্য সহকর্মী শিক্ষকদের নিয়ে ক্যাচমেন্ট এরিয়ায় ব্যাপক প্রচার করা ।
4. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার / উপজেলা শিক্ষা অফিসারগণের সহযোগিতা নিয়ে কাজ করা যেতে পারে।
5. সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত পাঠদান কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং অভিভাবকদেরকে সচেতন করা ।
6. যেখানে ডিস লাইনে সংসদ বাংলাদেশ টেলিভিশন নেই সেখানে লোকাল প্রশাসনের
সহযোগিতায় ডিস লাইনে সংসদ বাংলাদেশ টেলিভিশন প্রচারের ব্যবস্থা করা।
7. যেখানে ডিস লাইন নেই সেখানে “ কিশোর বাতায়ন “ এবং Access to information
পেইজ থেকে প্রচারিত সংসদ বাংলাদেশ টেলিভিশন এর পাঠদানে সম্পৃক্ত হওয়ার
জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে অবহিত করা এবং প্রচার করা ।
8.
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই কোন না কোন ভাবে সবাই সবার সাথে যুক্ত ।
সুতরাং আমরা সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং কিশোর বাতায়ন পেইজ থেকে প্রচারিত
লাইভ ক্লাস গুলো যদি আমরা নিজস্ব পেইজ বুক পেইজে শেয়ার করি তাহলে
শিক্ষার্থীরা ক্লাস সমূহ দেখতে পারে।
9. কিশোর বাতায়ন এ আপলোড করা সংসদ টেলিভিশনের ক্লাস সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করা ।
10. শিক্ষক বাতায়ন , কিশোর বাতায়ন এবং মুক্তপাঠ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করা ।
একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে দেশের কল্যাণে প্রত্যেক সম্মানিত ICT4E
অ্যাম্বাসেডর করোনার এই মহামারির সময় শিক্ষার্থীদের একাডেমিক ঘাটতি রোধে
কাজ করবেন এমনটাই আামদের প্রত্যাশা ।
ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকগণের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।
===মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরুড়া, কুমিল্লা ।

সাম্প্রতিক মন্তব্য


রমজান আলী
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। সেই সাথে আমার এই পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ রইল। ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মোছাঃ আফরোজা খাতুন
গুরুত্বপূর্ণ তথ্য স্যার, আমাদের অনলাইন ক্লাশ গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ।

Md. Abdul Khalek
অনেক ধন্যবাদ স্যার । গুরুত্বপূর্ণ বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ।

মো:জহিরুল ইসলাম
অশেষ ধন্যবাদ স্যার। আইসিটি নিয়ে চমৎকার কিছুগুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন ।

amir husen
thank you.... all invited <a href="https://allresultnews.com/what-is-computer-system-validation/"> What Is Computer System Validation And Why Is It Important?</a>

মোঃসাইফুল ইসলাম
স্যার আপনার মূল্যবান দিক নির্দেশনা মূলক আলোচনার জন্য,অন লাইন ক্লাস ছাড়াও আপনার আলোচনায় যে বিষয়টি উপস্থাপন হয়েছে তা নিঃসন্দেহে একজন শিক্ষকের দক্ষতার দৃষ্টি প্রসারিত হবে,আমি একজন শিক্ষক হিসেবে এটাই প্রত্যাশা করি।

মোহাম্মদ আবদুল গফুর মজুমদার
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্টটি দেখে লাইক, গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

সম্পা রাণী দাশ
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

কাজী মোঃ শাহানুর আলম
স্যার আপনার এই পরামর্শ নিঃসন্দেহে আমাকে কাজে অনুপ্রানিত করবে।

মোঃ আব্দুর রহিম তালুকদার।
Sir, আপনার পরামর্শ গাইডলাইন প্রদর্শন করবে, জাতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে শিক্ষকদের ।

মোঃ রবিউল হাসান
Thank you, sir. for your appropriate recommendation.

মোঃ গোলাম কিবরিয়া
বাতায়নের সকল সদস্যদের জানাই ২০২১ সালের প্রথম রাতের শুভেচ্ছা............

শামছুন নাহার
ধন্যবাদ স্যার। আপনার পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা আপনার উপজেলায় শিক্ষক ও শিক্ষার মান পাবে সঠিক গতিপথ। শুভ কামনা ও দোয়া রহিল স্যার আপনার জন্য।

মোঃ মামুনুর রহমান
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

মো : হাতেম আলী ( ICT ) 01720436221
সুন্দর ও সময়োপযোগী পরামর্শের জন্য ধন্যবাদ স্যার ।

মোহাম্মদ আবদুল কাদের
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়োপযোগী সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য। এটি শিক্ষকদের প্রেরণার মূলমন্ত্র।
মতামত দিন