আমাদের চলমান জীবনের গতিময় চলার পথে এলোমেলো "ভাবনাহীন ভাবনা"

==========ভাবনা হীন ভাবনা===≠========
নিঝুম রাত, ঘুমিয়ে আছে পৃথিবী, জেগে আছি, ভাবছি বসে এ পর্যন্ত কি দিতে পারলাম, কতটুকু পারব,, যেদিন আখি দুটি বন্ধ হয়ে যাবে, সেদিন সকলে ভুলে যাবে, কিন্তু যোগ্যতা খুবই সীমিত, কোথাও গিয়ে থমকে দাঁড়াই, এ পাশ ও পাশ দেখি, শুধু নিস্তব্ধ রজনী ফিস ফিস করে বলে, বিরামহীন চলতে থাক, গন্তব্য অজানা, তবুও জীবন চলতেই থাকবে, পিছু ফিরে দেখবে তুমি সত্যি একা, দিনের আলোয় মুখরিত হবে পাখির কলরব, ভেসে উঠবে কত নাম না জানা মুখশ্রী, কোলাহল পূর্ন জীবন, ভুলেই যেতে হবে যে, এ সবই মেকি প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। প্রকৃতি থেকে এসেছি লাম, প্রকৃতির কাছেই যেতে হবে। প্রকৃতিই আমার বিশ্বস্ত আশ্রয়।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ রওশন জামিল
পূর্ণ রেটিংসহ শুভ কামনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ্য থাকুন।

মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন)
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল , সর্বদা সুস্থ ও নিরাপদে থাকুন।
মতামত দিন