'সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয়না' পৃথিবীতে সুখ কেনা চায়? সবাই আমরা সুখের জন্য সারাদিন ছোটাছুটি করছি। অথচ সুখ যে আমাদের হাতের কাছে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই।

========একটু অন্যরকম কিন্তু মিনিংফুল=========
একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে নিক্ষেপ করতে বললেন। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলি ছুঁড়ে ফেলার পরে, শিক্ষক সমস্ত বেলুন এলোমেলো করে মিশ্রিত করে হলের মাঝে ফেলে রাখলেন।
বাচ্চাদের তাদের নাম সহ বেলুনটি খুঁজে পেতে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল, তবে তারা নিখুঁতভাবে অনুসন্ধান করলেও তাদের নিজস্ব বেলুনটি কেউ খুঁজে পায়নি।
তারপরে শিক্ষক তাদের বলেছিলেন যে বেলুনটি তাদের নিকটতম সেটিই হাতে নিতে এবং যার নাম সেখানে লিখা রয়েছে তার কাছে এটি দিতে । দুই মিনিটেরও কম সময়ে, প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল।
শিক্ষক শিশুদের বললেন, “এই বেলুনগুলি সুখের মতো। যখন আমরা কেবল আমাদের নিজস্ব সুখ অনুসন্ধান করি তখন আমরা এটি খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারও সুখের বিষয়ে চিন্তা করি ... এটি শেষ পর্যন্ত আমাদের নিজের সুখটাই আবিষ্কার করতে সহায়তা করবে। " ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভাল করার চেষ্টা করুন। আপনার ভালোটা নিজেই আপনাকে খুঁজে নেবে।
Apurba Kumar Bosu
Assistant teacher in English
Karimunnessa Girls'High School
Pirojpur Sadar, Pirojpur.
Email: apurbabasu01725@gmail.com
Mobile:01725920147

সাম্প্রতিক মন্তব্য


মীর্জা মোঃ মাহফুজুল ইসলাম
Best,of,luck,Visit,my,page.আমার কনটেন্ট লিংক- https://www.teachers.gov.bd/content/details/678323

মোঃ শফিকুল ইসলাম
রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন