অনলাইন স্কুলের জন্য লাইভ বা রেকর্ডকৃত কনটেন্ট বিষয়ক

শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ,
বিনীত সালাম রইল। বর্তমানে আমরা সকলেই কম বেশী বিভিন্ন অনলাইন স্কুলে নিয়মিত লাইভ বা রেকর্ডকৃত ক্লাস আপলোড করে যাচ্ছি। চমৎকার উপস্থাপনা ও পাঠ উপযোগী ছবি, ভিডিও সহযোগে দুর্দান্ত কিছু কনটেন্ট যেমন তৈরী হয়েছে তেমনি পাশাপাশি শুধুমাত্র বোর্ড ব্যবহার করে সনাতন লেকচার মেথডে অসংখ্য ক্লাস আপলোড হচ্ছে। কিন্তু আমরা অনেক আগ থেকেই লেকচার মেথড থেকে বের হয়ে আইসিটি নির্ভর কনটেন্ট তৈরী করার চেস্টা করে যাচ্ছি। আইসিটি নির্ভর পাঠদানের জন্যই কিন্তু আমাদের এই শিক্ষক বাতায়ন। বাতায়নের মান সমুন্নত রাখার লক্ষ্যেই আমাদের সবার উচিত লেকচার মেথড যতদুর সম্ভব পরিহার করে আইসিটি নির্ভর পাঠ তৈরী করা। ধন্যবাদ

সাম্প্রতিক মন্তব্য


মোছাঃ শিরীন সুলতানা
Nice presentation.Best wishes with full rating.Plz visit my page.

কাজী মোঃ শাহানুর আলম
শুভ কামনা রইল| আমার কন্টেন্ট ও ভিডিও কন্টেন্ট দেখার অনুরোধ রইল|
মতামত দিন