জনাব মোঃ কামাল উদ্দিন স্যার, একজন সফল শিক্ষক ও শৈল্পিক নেতা।

বলছি জনাব মোঃ কামাল উদ্দিন স্যারের কথা। যিনি মল্লিকপুর এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি সুনামগঞ্জ জেলার ICT4E Ambassador ও শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা। পাশাপাশি তিনি ব্রিটিশ কাউন্সিল এর একজন School Ambassador যাঁর নেতৃত্বে ও নির্দেশনায় অনেক বিদ্যালয় International School Award পেয়েছে। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বহুবার বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছেন। করোনা কালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক পাঠদানের সরকারি সিদ্ধান্তের সাথে সাথে তিনি সুনামগঞ্জ জেলার ICT4E Ambassador শিক্ষকদের নিয়ে সুনামগঞ্জ জেলার প্রথম অনলাইন স্কুল "সুনামগঞ্জ অনলাইন স্কুল" গঠন করে অনলাইনে পাঠদানের ব্যাপারে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে সুনামগঞ্জের ডিসি স্যারের নির্দেশনায় স্যাটেলাইট টিভি চ্যানেলে ক্লাস সম্প্রচারের উদ্যোগ নিলে কামাল উদ্দিন স্যারকেই শিক্ষক প্রতিনিধি নিযুক্ত করে শিক্ষকদের সাথে সার্বিক যোগাযোগ ও ক্লাস সংগ্রহ করে তা সম্প্রচারের দায়িত্ব স্যারকে দেওয়া হয়। স্যার সফলতার সাথে সকল দায়িত্ব পালন করে যাচ্ছেন।বর্তমানে অনলাইন ক্লাসের মান বৃদ্ধি ও ICT তে শিক্ষকদের অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্যারের নেতৃত্বে জেলার সকল উপজেলায় ইনহাউজ প্রশিক্ষণ চলমান রয়েছে। স্যারের সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ, এগিয়ে যাচ্ছে শিক্ষায় ICT এর সফল ব্যবহার। এমন সফল শিক্ষক ও শৈল্পিক নেতাকে শীঘ্রই শিক্ষক বাতায়নের সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে দেখার অধীর আগ্রহে অপেক্ষমাণ আমরা সকল...আশাবাদী a2i কর্তৃপক্ষ বিষয়টি দ্রুতই সদয় বিবেচনায় আনবে।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ আমিনুল হক
সুন্দর ও প্রাণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। স্মার কন্টেন্ট দেখে লাইক ও রেটিং দানের অনুরোধ করছি।

হালিমা বেগম
সুন্দর ও প্রাণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। স্মার কন্টেন্ট দেখে লাইক ও রেটিং দানের অনুরোধ করছি।

আব্দুল মাজিদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।




মোঃ আবু তাহের
শ্রদ্ধেয় কামাল স্যারের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা, এগিয়ে যাচ্ছি আমরা।

অজয় কৃষ্ণ পাল
কামাল স্যারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা, এগিয়ে যাচ্ছি আমরা। আশা করছি a2i কর্তৃপক্ষ স্যারকে সঠিক মূল্যায়ন করবেন।আমরা কামাল স্যারকে সেরা নেতৃত্বে দেখতে চাই।

মোঃ আক্তার হোসেন
শ্রদ্ধেয় কামাল স্যারের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা, এগিয়ে যাচ্ছি আমরা। আশা করি অচিরেই a2i কর্তৃপক্ষ সঠিক মূল্যায়ন করবেন। ইনশআল্লাহ শীঘ্রই স্যারের নাম সেরা নেতৃত্বের কাতারে দেখতে পাব।

চন্দন চন্দ্র পাল
কামাল স্যারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা, এগিয়ে যাচ্ছি আমরা। আশা করছি a2i কর্তৃপক্ষ স্যারকে সঠিক মূল্যায়ন করবেন।আমরা কামাল স্যারকে সেরা নেতৃত্বে দেখতে চাই।

মোঃ রফিজ আলী
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল । আমার এই পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার অত্যন্ত মুল্যবান মতামত ও রেটিং প্রত্যাশা করছি। সব সময় সুস্থ ও নিরাপদে থাকুন।

আছমা বেগম
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল । আমার এই পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার অত্যন্ত মুল্যবান মতামত ও রেটিং প্রত্যাশা করছি। সব সময় সুস্থ ও নিরাপদে থাকুন।

মোহাম্মদ আনোয়ার হোসাইন
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল । আমার এই পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার অত্যন্ত মুল্যবান মতামত ও রেটিং প্রত্যাশা করছি। সব সময় সুস্থ ও নিরাপদে থাকুন।

মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন)
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল । আমার এই পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার অত্যন্ত মুল্যবান মতামত ও রেটিং প্রত্যাশা করছি। সব সময় সুস্থ ও নিরাপদে থাকুন।


বিনয় কুমার বিশ্বাস
মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা রইল । পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ধন্যবাদ । মন্তব্য করুন।



মোঃ গোলাম ওয়ারেছ
লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। সেই সাথে আমার অক্টোবর ২০২০ ইং ১ম পাক্ষিকের কন্টেন্ট Data Transmission Mode এবং ব্লগ দেখে রেটিংসহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ


মোহাম্মদ নিজাম উদ্দিন
কামাল স্যারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা, এগিয়ে যাচ্ছি আমরা। আশা করছি a2i কর্তৃপক্ষ স্যারকে সঠিক মূল্যায়ন করবেন।আমরা কামাল স্যারকে সেরা নেতৃত্বে দেখতে চাই।

লাকী বিশ্বাস
পূর্ণ রেটিংসহ শুভকামনা রইলো। আমাদের বিশ্বাস স্যারের নেতৃত্বে এগিয়ে যাবে সুনামগঞ্জ জেলা

অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি ব্লগ আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ https://www.teachers.gov.bd/blog-details/578919

হালিমা বেগম
সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার মধ্যে স্যারের নের্তৃত্বে ৭ উপজেলায় অনলাইন ক্লাসের উপর ইনহাউজ প্রশিক্ষণ হয়েছে ইনশাআল্লাহ আগামীসপ্তাহের মধ্যে ১১ টি উপজেলায় আমরা অনলাইন ক্লাসের প্রশিক্ষণ শেষ করব। স্যারকে a2i এর সেরা নের্তৃত্বে দেখতে চাই।

আবু সাঈদ মাহমুদ
সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার মধ্যে স্যারের নের্তৃত্বে ৭ উপজেলায় অনলাইন ক্লাসের উপর ইনহাউজ প্রশিক্ষণ হয়েছে ইনশাআল্লাহ আগামীসপ্তাহের মধ্যে ১১ টি উপজেলায় আমরা অনলাইন ক্লাসের প্রশিক্ষণ শেষ করব। স্যারকে a2i এর সেরা নের্তৃত্বে দেখতে চাই।

মোহাম্মদ কবিরুল ইসলাম
সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার মধ্যে স্যারের নের্তৃত্বে ৭ উপজেলায় অনলাইন ক্লাসের উপর ইনহাউজ প্রশিক্ষণ হয়েছে ইনশাআল্লাহ আগামীসপ্তাহের মধ্যে ১১ টি উপজেলায় আমরা অনলাইন ক্লাসের প্রশিক্ষণ শেষ করব। স্যারকে a2i এর সেরা নের্তৃত্বে দেখতে চাই।
মতামত দিন