আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার মেলবন মেট্রোপলিটন কলেজ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করে একটি সনদ অর্জন করলাম।

অস্ট্রেলিয়ার মেলবর্ন মেট্রোপলিটন কলেজ থেকে আরো একটি সনদ অর্জন করলাম।
*************************************************************************
a2i ,ক্যারিয়ারস হাব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজকে সার্টিফিকেট পেলাম । আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই a2i কর্তৃপক্ষকে, শ্রদ্ধেয় মোঃ কবির হোসেন স্যার,শ্রদ্ধেয় অভিজিৎ সাহা স্যার এবং আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা Hemi Hossain স্যারকে এক অনবদ্য ট্রেনিং উপহার দেবার জন্য।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ গোলাম ওয়ারেছ
সুন্দর উপস্থাপনার জন্য শুভকামনা এবং সেই সাথে পূর্ণ রেটিং । আমার নভেম্বর ২০২০ ইং ১ম পাক্ষিক কন্টেন্ট ও ব্লগ 'ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম (Wireless Communication System) দেখার ও রেটিংসহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ
মতামত দিন