আমাকে জেলা প্রশাসন হবিগঞ্জ কর্তৃক হবিগঞ্জ জেলায় অনলাইন ক্লাস বেস্ট বিল্ডার্স (মাধ্যমিক পর্যায়)-এ মূল্যায়ন

ভাল কাজের পুরস্কার কাজ করার গতিকে বাড়িয়ে দেয়।
আলহামদুলিল্লাহ!!
আমাকে জেলা প্রশাসন হবিগঞ্জ কর্তৃক হবিগঞ্জ জেলায় অনলাইন ক্লাস বেস্ট বিল্ডার্স (মাধ্যমিক পর্যায়)-এ মূল্যায়ন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, জেলা প্রশাসক,জেলা শিক্ষা অফিসার মহোদয়কে।
আমার এই প্রাপ্তিতে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই হবিগঞ্জ মাল্টিমিডিয়া এসোসিয়েশনের সভাপতি শ্রদ্ধেয় লোকমান খান স্যারের প্রতি। এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রসিত কুমার স্যারের প্রতি।এই দুজন মানুষ ছাড়া আমি কখনই আজকে এই প্লাটফর্মে আসতে পারতাম না।
এছাড়াও কৃতজ্ঞতা জানাই আমার সকল সহকর্মীদের প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সততা ও নিষ্ঠার সাথে আমার শিক্ষকতার দ্বায়িত্বটুকু পালন করতে পারি।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মেহেদুল ইসলাম
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার, এডমিন, সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর স্যারদের জানাই আন্তরিক শুভেচ্ছা http://teachers.gov.bd/content/details/803228

অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ কন্টেন্টঃ https://www.teachers.gov.bd/content/details/801949 ব্লগঃ https://www.teachers.gov.bd/blog-details/585601

আব্দুল্লাহ আত তারিক
শুভ সকাল, মুজিব বর্ষের অঙ্গীকার, শিক্ষা হোক আইসিটি নির্ভর । বিজয়ের মাসে আপনার সাফল্য কামনা করছি । আপনার নির্মিত কনটেন্ট-এ পূর্ণ রেটিং, লাইক, কমেন্টসহ শুভকামনা রইল। ডিসেম্বর ১ম পাক্ষিক-এ আমার নির্মিত অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বইয়ের "বাংলা নববর্ষ" প্রবন্ধের কনটেন্ট দেখার আমন্ত্রণ রইল ।

মোঃ হারুনর রশীদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। Adobe Photoshop আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামতসহ লাইক ও রেটিং করবেন এই আশাবাদ ব্যাক্ত করছি।

মোঃ হারুনর রশীদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। Adobe Photoshop আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামতসহ লাইক ও রেটিং করবেন এই আশাবাদ ব্যাক্ত করছি।

মোঃ হারুনর রশীদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। Adobe Photoshop আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামতসহ লাইক ও রেটিং করবেন এই আশাবাদ ব্যাক্ত করছি।
মতামত দিন