ধন্যবাদ a2i এবং চট্টগ্রাম অনলাইন স্কুল।

👑 আলহামদুলিল্লাহ। হাতে পেলাম এসপায়্যার টু ইনোভেশন (এটুআই) ও চট্টগ্রাম অনলাইন স্কুলের যৌথ আয়োজনে পরিচালিত "গুগল ফর্মস এবং গুগল ক্লাসরুম" বিষয়ক প্রশিক্ষণের 'সার্টিফিকেট।
🟩 অন্য হাজারটা সার্টিফিকেট এর চেয়ে এটা একটু ব্যতিক্রম, কারন এটা অর্জিত সার্টিফিকেট। একটা স্বচ্ছ এবং চ্যালেঞ্জিং মূল্যায়নের পর এ সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
💚 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পরম শ্রদ্ধেয় আক্তার হোসেন কুতুবী স্যার এর প্রতি, ছোট শিক্ষার্থীদের মতো আঙুল দিয়ে ধরে ধরে আমাদের গুগল ফর্ম এবং গুগল ক্লাসরুম এর টুকিটাকি পুঙ্খানুপুঙ্খ ভাবে শিখিয়েছেন।
এ প্রশিক্ষণ এর পূর্বে গুগল ফর্ম সম্পর্কে কোনো ধারণা ছিলো না, আমাদের জিরো থেকে হিরো করেছেন।
💙 আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রিয় মান্নান সুমন স্যার ও ইকবাল স্যার এর প্রতি, আমাদের এসাইনমেন্ট সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা এবং ফিডব্যাক দেওয়ার জন্য।
💛 সবশেষে ধন্যবাদ এটুআই এবং চট্টগ্রাম অনলাইন স্কুলকে, আমাদের জন্য সময়োপযোগী এবং কার্যকরী এ প্রশিক্ষণটি আয়োজন এর জন্য।
❤️ এবার প্রয়োগ এর পালা। আমি যদি লব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারি এবং নতুন একজনকেও শিখাতে পারি আমার প্রশিক্ষণ স্বার্থক হবে।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মামুনুর রহমান
লাইক, কমেন্ট পূর্ণ রেটিং ও গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাচ্ছি এবং আপনার সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি আমার কনটেন্ট গুলোতে আপনার মূল্যবান দিক-নির্দেশনা, পূর্ণ রেটিং ও গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।

মোহাম্মদ আবদুল গফুর মজুমদার
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো।

মুহাম্মদ সফিকুল আলম
লাইক এবং পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইলো। আমার পেইজে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি

মোহাম্মদ শহীদ উল্যাহ্
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইল..

মোহাম্মদ আবদুল কুদ্দুছ
আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস,সহকারী শিক্ষক,লালমাই,কুমিল্লা। নবগঠিত লালমাই উপজেলায় শিক্ষা অফিসে আমি নিয়মিত কম্পিউটারে কাজ করি।এই শিক্ষা অফিসার ও দুইজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকদেরকে ঘুষ দিতে বাধ্য করেন। এই শিক্ষা অফিসার পাগল। কখন ভাল কখন খারাপ বুঝা যায় না। মাঝে মাঝে শিক্ষকদের সাথে পাগলের মত আচরণ করে।টাকা ছাড়া কোন কাজই করে দেন না এই অফিসার। আমাদেরকে বাধ্য করেন শিক্ষদের থেকে টাকা নিয়ে ওনাকে দিতে। টাকা না দিলে খুব গালাগালি করেন।শিক্ষকবাতায়নের কথা শুনলে তেলেবেগুণে জ্বলে উঠেন। শিক্ষকবাতায়ন সম্পর্কে খুব খারাপ মন্তব্য করেন। এই অফিসারের বিচার চাই।

































মতামত দিন