কম্পিউটারের বিভিন্ন অংশের নাম ।

কম্পিউটারের বিভিন্ন অংশের নাম ।
প্রত্যেক কম্পিউটার এর কিছু কমন অংশ আছে ও এ গুলো মনে রাখা অতি সহজ
১।মনিটর - ইটা হোল সেই জিনিস যেতে সব দেখা যায়। ইটা কে ডিসপ্লে ও বলা হয়। যা কিছু কাজ সব এটাতে প্রদশন হয়
২। মাউস ও কীবোর্ড - এই দুটো ইনপুট ডিভাইস এর মধ্যে পরে। মাউস দিয়ে পয়েন্ট করা হয় অরে কিবোর্ড দিয়ে টাইপ করাহয় । এদের ইনপুট ডিভাইস বলে কারণ এদের দ্বারা কম্পিউটার কে নির্দেশ পাঠানো হয় যাতে সে সেই কাজ তা করে |
৩। কেবিনেট - ইটা হলো একটাবার বাক্সজার ভেতর
কম্পিউটার এর সব উন্নতমজিনিশ রাখা থাকে। এই কেবিনেট এর ভেতর মাদারবোর্ড , হার্ডডিস্ক , সিডি ড্রাইভ , প্রসেসর ইত্যাদি থাকে যেই গুলি
একসাথে কাজ করে একটা কম্পিউটার তৈরি হয়।
এবার কেবিনেট এর ভেতর একটু ঢোকা যাক
১। মোদারবোর্ড - ইটা হলো একটা বোরো সার্কিট বোর্ড যেটা গাড়ির চাস্সিস এর
মতো যার ওপর সব বাকিকিছু লাগানো থাকে । এ হার্ডডিস্ক প্রসেসর র অন্য সব জিনিস কে
একসাথে জোরে
২। প্রসেসর বা সিপিইউ - ইটা হলো কম্পিউটার এর মাথা যেটা মোদারবোর্ড এ লাগানো
থাকে। এ সব কিছু কন্ট্রোল করে কিন্তু কিহু জমা রেখে না। এটাকে গাড়ির ইঞ্জিন বলা
যেতে পারে
মনে রাখবেন কেবিনেট কে সিপিইউ বলে অনেকে কিন্তু সেটা ভুল।
৩। হার্ডডিস্ক - এটার ভেতর সব তথ্য জমা থাকে। যদি কোনো গান বা সিনেমা
চালাতে চাও বা ঢোকাতে চাও এর ভেতর এগিয়ে এ করতে হয়। ভেতরে গিয়ে মনেহলো মাউস ও
কীবোর্ড এর দ্বারা মনিটর এ দেখে নির্দেশ দিলে এর বা ভেতর এর জিনিস দেখা যায় র এর
ভেতরে নতুন তথ্য জমা ও করা যায়। তোহ মানে সিনেমা গান ডকুমেন্ট ইত্যাদি ।
৪। সিডি ড্রাইভ - ইটা একটা সিডি রিডার মানে এর মধ্যে সিদ্ধকালে সেটা
কম্পিউটার এ চালানো যাবে
৫। এস এম পি এস - ইটা মেশিন কে বিদ্যুৎ সরবরাহ করে। প্লাগ থেকে বিদ্যুৎ
এতে যায় র এ মোদারবোর্ড ও বাকি জিনিস এ কত তা করে বিদ্যুৎ যাবে তা ঠিক করে তার
দিয়ে পাঠায়
এ গুলো ছাড়াও আরো কিছু আছে যেমন ইউপিএস যাহা একটা ব্যাটারী এর সমান
ও বিদ্যুৎ না থাকলে কম্পিউটার চালাতে সাহায্য করে। তার পর স্পিকার যেটা কম্পিউটার
এ লাগালে আওয়াজ সোনা যাবে।
শেখ মোঃ সোহেল রানা
প্রভাষক
সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ
সাঘাটা, গাইবান্ধা ও
ICT4E জেলা এ্যাম্বাসেডর, গাইবান্ধা
বাতায়ন আইডিঃ stcrana2013
ই-মেইলঃ stcrana2013@gmail.com

সাম্প্রতিক মন্তব্য


মোঃ নূরল আলম
মান সম্মত বাতায়নকে সমৃদ্ধি করায় লাইক ও পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার বাতায়ন পেইজ ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল।

মো. নাজমুল হোসাইন
চমৎকার, লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

আব্দুল্লাহ আত তারিক
আপনার অনেক সময়, শ্রম ও চিন্তা ভাবনা করে নির্মিত কনটেন্টটি সত্যিই অপূর্ব এবং শ্রেণি উপযোগী। এটি শ্রেণিকক্ষে সঠিকভাবে উপস্থাপন করলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এই অনিন্দ্যসুন্দর কনটেন্ট এর জন্য অনেক অনেক শুভ কামনা, সাথে সুন্দর উপস্থাপনার জন্য লাইক এবং পূর্ণ রেটিং। সেই সাথে এই পাক্ষিক-এ আমার নির্মিত '''জুতা আবিস্কার''' কনটেন্টটি দেখে আপনার মূল্যবান মতামত, লাইক ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ মেহেদুল ইসলাম
চমৎকার। শ্রেণি উপযোগী ও মানসম্মত কন্টেন্ট। লাইক ও পূর্ণরেটিং সহ শুভ কামনা রইলো।।

আব্দুল মাজিদ
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার বাতায়ন পেইজে ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল। মন্তব্য করুন

মোঃ সাইফুর রহমান
লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। আমার আপলোডকৃত ৫০ তম কনটেন্ট বৃত্তের ক্ষেত্রফল শিরোনামে ও ব্লগ দেখে লাইক ও পূর্ণ রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।

লুৎফর রহমান
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৫৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/880562
মতামত দিন