Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ জুন, ২০২১ ০৮:২৫ অপরাহ্ণ

দুদিন ব্যাপী ইউনিক আইডি ট্রেনিং শুভ উদ্ভোধন হলো কামারখন্দে।

দুদিন ব্যাপী ইউনিক আইডি ট্রেনিং এ আছি। কামারখন্দ ইউএনও মেরিনা মেম ও উপজেলা চেযারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ এর উপস্থিতিতে শিক্ষা অফিসার ছাকমান স্যার বলেছেন, কেহ দোকান হতে পূরন করবেন না কোন ক্রমেই। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এই আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কামারখনএদর ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ ট্রেনিং পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব আনন্দ কুমার মন্ডল স্যার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ছাকমান আলী স্যার। কলেজ ছিল ৬টি আর স্কুল ৭টি। আমি একটা ইউনিক আইডি হাতে কলমে পূরন করার চেস্টা করলাম। বেশ খানিকটা সফলো হলাম । আশা করছি আপনারা খুব সহজে পারবেন। যারা এ বিষয়ে কাজ করতে আগ্রহী তারা কোন সমস্যায় পড়লে আমাকে জানাবেন। মোবাইল নং ০১৭২৮৫৬৮০০০ নাস্বারে। আমি সাধ্য অনুসারে চেস্টা করবো আপনাদের পরামর্শ দেবার জন্য। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদান্তে

ইয়ামিন হোসেন

আইসিটি শিক্ষক

ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়

কামারখন্দ,সিরাজগঞ্জ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি