Loading..

উদ্ভাবনের গল্প

২৫ জুন, ২০২১ ১০:২৫ পূর্বাহ্ণ

গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ।

গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

জীবনযাপনে মানুষ সম্পূর্ণরূপে বৃক্ষের ওপর নির্ভরশীল। সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশকে সুস্থ রাখে। অথচ প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ এবং বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল। যেখানে দেশের মোট ভূমির শতকরা অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে আমাদের আছে ১৭ ভাগের মতো।

বৃক্ষ না থাকলে এ পৃথিবীতে মানুষ অস্তিত্বহীন হয়ে পড়ত। তাই বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু।