Loading..

প্রকাশনা

২৭ জুন, ২০২১ ০৭:৫৯ অপরাহ্ণ

স্বরচিত কবিতা (একটি নির্ঘুম রাত)ইভা খান

একটি  নির্ঘুম রাত

বিষাদের গভীরতম আর্তনাদ।

কুহেলিকারা ঘিরেছে চারিপাশ,

অথৈ অন্ধকারে আমার নিঃসঙ্গ বসবাস।।

আঁখিতে লেলিহান শিখা,

ঘুম গুলো নিয়েছে  ছুটি,

তীব্র যন্ত্রণা করেছে আমাকে --

অভিবাদন,

বাতায়নে যে বসেছি একা!!

 

ভিতরে বইছে দাবানল,

অগ্নির স্রোত দোদুল্যমান,

অন্ধকার যেন গিলে খাবে,

বসে আছি তাই মৃয়মান।।

 

ঘুমহীন এই  বিষাদ রাত,

কখন যে উদিত হবে রাঙ্গা-

প্রভাত।

ফেলছি একেকটা নিঃশ্বাস,

ক্ষুদিত হবে হৃদয়ে র ইতিহাস।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি