Loading..

খবর-দার

০৬ জুলাই, ২০২১ ০৭:৩১ পূর্বাহ্ণ

গুণগত শিক্ষা বাস্তবায়নে গুগল মিট ।

"গুগল মিট" কোভিড কালীন দমবন্ধ করা সময়ে অত্যন্ত পরিচিত একটি নাম। করোনা সংক্রমণ যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে ১৭-০৩-২০২০খ্রিঃ হতে সারা দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান রাষ্ট্রীয় সিদ্ধান্তে বন্ধ রয়েছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নেওয়ার নিমিত্তে  কর্তৃপক্ষ গুগল মিট অ্যাপ ব্যবহার করে শিক্ষার্থীদেরকে ভার্চুয়াল শ্রেণি পাঠদানে যুক্ত করে শিখন কার্যক্রম চলমান রাখতে নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা বাস্তবায়নের মধ্যদিয়ে কর্তৃপক্ষ ও শিক্ষকগণ শ্রেণি পাঠদান অব্যাহত রাখতে নিবিড় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  সুশৃঙ্খল ও কার্যকরভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ন্যাপ প্রণীত তারিখ অনুযায়ী পাঠ বিভাজন মোতাবেক পাঠদান সিডিউল তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে আমি মাকসুদা খাতুন নিয়মিত সিডিউল তৈরি এবং গুগল মিটে শিক্ষার্থীদের যুক্ত করে নির্ধারিত সিডিউল অনুযায়ী শ্রেণি পাঠদান পরিচালনা করছি এবং নিয়মিত ক্লাস নিচ্ছি।।

 

এই গুগল মিটের যে বিষয়গুলো আমাকে দারুণভাবে সহায়তা করেছে,

 তা হলো- ১. একটিমাত্র লিংক তৈরি করেই নিয়মিত শ্রেণি পাঠদান অব্যাহত রাখা যায়।

 ২. নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা না থাকায় একই লিংকে অফুরন্ত সময় যুক্ত থাকা যায়। এতে বিভিন্ন শ্রেণির পাঠদানের জন্য বারবার যুক্ত হওয়ার ঝামেলা নেই।

৩. হোয়াইট বোর্ড ব্যবহার করার সুযোগ আছে।

৪. নেটওয়ার্ক খরচ অপেক্ষাকৃত কম।

 ৫। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এবং শ্রেণিকক্ষের মতো আনন্দের সাথে ক্লাস করছে।