Loading..

ম্যাগাজিন

০৮ জুলাই, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ণ

করোনা সংক্রামণ ও পাহাড় ধ্বস রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রাঙ্গামাটি জেলা নানিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি মহোদয়।

 সারা বাংলাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায়ও করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে নানিয়ারচরে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের প্রথম দিন থেকেই উপজেলা প্রশাসন ও অফিসার ইনচার্জের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ , আনসার সদস্যরা টহল জোরদার করেছেন

অপ্রয়োজনে ঘর থেকে বের হলে, মাস্ক ছাড়া অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করলেই জরিমানা করা হচ্ছে। এসময় ঘর থেকে বের না হওয়ায় নির্দেশনা দিয়ে প্রচারণা চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি জানান, করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছেতবে আইন অমান্য করলে শাস্তি প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি” করোনার অতিমারীর পাশাপাশি নানিয়ারচরে পাহাড়ি জনপদের সকল এলাকাবাসীকে এসময়ে টানা বৃষ্টিপাতের কারণে যে পাহাড় ধ্বস হয় সে সম্পর্কেও সচেতনতামূলক প্রচারণা করেন।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি