Loading..

প্রকাশনা

১১ জুলাই, ২০২১ ০৬:০৫ অপরাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার,খাদ্য সামগ্রী বিতরণ,শিক্ষায় এবং করোনা কালে বিবিধ কার্যক্রম অংশগ্রহনে নানিয়ারচর উপজেলার সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব অংহ্লাপ্রু মারমা মহোদয়।

রাঙ্গামাটি জেলা নানিয়ারচর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব শিউলি রহমান তিন্নী মহোদয়ের প্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বুড়িঘাট ও নানিয়ারচর ইউনিয়নে

 ১.মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার

 ২.খাদ্য সামগ্রী বিতরণ

 ৩.করোনা কালে বিবিধ কার্যক্রম অংশগ্রহন

 4.তদন্ত কার্যক্রম

 5.ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB) এর চলমান কাজের  তদারকি সহ

 প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন পাঠপরিকল্পনার সঠিক বাস্তবায়ন তদারকি এবং গুগল মিটের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে সম্মানিত প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকগণকে উৎসাহ প্রদান এবং করোনার চলমান প্রাদুর্ভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকল্পে জনগণকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন নানিয়ারচর উপজেলার সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব অংহ্লাপ্রু মারমা মহোদয়

 

সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব অংহ্লাপ্রু মারমা আরো জানান যে,শিক্ষার মানকে আরো বেশি গতীশীল করতে অন্তর্বর্তীকালীন পাঠপরিকল্পনার সঠিক বাস্তবায়ন তদারকি করাসহ সকল সম্মালিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণকে নিজেদের তৈরি কন্টেণ্টের পাশাপাশি শিক্ষক বাতায়নের কন্টেন্ট এর সহায়তা নিয়ে গুগল মিটে অনলাইনে ক্লাস পরিচালনা করতে উৎসাহ প্রদান করে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে, চলমান এই করোনা অতিমারীতে বেশ সহায়ক ভূমিকা পালন করবে এই বাতায়নটি । আমার প্রিয় শিক্ষকবৃন্দসহ এবং পাহাড়ে বসবাসকৃত সকল জনসাধারণের পাশে থেকে কাজকরতে যে সাহস ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ জানাই নানিয়ারচর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব শিউলি রহমান তিন্নী মহোদয়কে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি