Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৫ জুলাই, ২০২১ ০৯:৩৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই কর্তৃক অনলাইন উদ্বুদ্ধকরন ভার্চুয়াল সভার খন্ড চিত্র।

প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই কর্তৃক অদ্য ১৪/০৭/২০২১খ্রি: সন্ধ্যা ৭:৩০টায়  অনলাইন উদ্বুদ্ধকরন ভার্চুয়াল সভার খন্ড চিত্র।,  

ধন্যবাদ জানাই জনাব কবির হোসেন স্যার,অভিজিৎ সাহা স্যার, ইমরান অভি স্যার,a2i কে অনেক গুরুত্বপূর্ণ মুল্যবান কথা বলার জন্য। মহামারী করোনা ভাইরাসের আতংকে স্হবির হয়ে আছে পুরো পৃথিবীর শিক্ষা ব্যাবস্হা।

শিক্ষা ব্যবস্তাকে সচল রাখতে পৃথিবীর প্রায় সকল দেশেই বিকল্প হিসেবে বেচে নিয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্তাকে। 

এর ফলে শিক্ষার্থীদের ঝড়ে পড়া কমে গেছে। এরই ধারাবাহিকতা য় এটুআইর অবদান অপরিসীম। সবার আগে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে। শিক্ষা মন্ত্রী দিপু মনিকে। ওনাদের আন্তরিকতা ও ইচ্ছার কারনে আজ আমরা অনলাইন ক্লাসে সফল হতে পেরেছি। 

সরকার সংসদ টিভির মাধ্যমে ক্লাস প্রচার করে শিক্ষার্থীদের ক্লাসেরদিকে আকৃষ্ট করে রেখেছেন। 

আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই জনাব কবির হোসেন স্যার,জনাব অভিজিৎ স্যার সহ এটুআইকে ওনাদের সঠিক চিন্তা ধারা বিচার বিশ্লেষণের ফলে আমরা এ্যাম্বাসেডর হতে পেরেছি। এবং প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করতে পারছি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি