Loading..

মুজিব শতবর্ষ

২১ জুলাই, ২০২১ ১২:৪৫ পূর্বাহ্ণ

ঈদ মোবারক

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে যাচ্ছে। সারা বিশ্বেই ঈদুল আজহা উদ্‌যাপিত হবে স্বাস্থ্যবিধি মেনে। যেখানে প্রতিবছর লাখ লাখ মুসলমান কাবা শরিফে হজব্রত পালন করতেন, সেখানে সৌদি সরকার হজ পালনকারীর সংখ্যা ৬০ হাজার সীমিত করে দিয়েছে। তা-ও বাইরে থেকে কেউ যেতে পারবেন না; সৌদি নাগরিকদের পাশাপাশি সেখানে বসবাসরত বিদেশি নাগরিকেরা এ সুযোগ পাবেন। তবে শর্ত হলো তাঁদের দুই ডোজ করে টিকা নিতে হবে।

প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য কোরবানি দেওয়া ফরজ। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে পশু কোরবানির প্রকৃত তাৎপর্য হলো সব লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ, স্বার্থপরতা তথা ভেতরের পশুত্ব ত্যাগের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনের প্রয়াস। আরবি জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। তবে তার পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানি করার বিধান রয়েছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি