Loading..

প্রেজেন্টেশন

২৬ জুলাই, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

গসাগু নির্ণয়

গ.সা.গু বা গরিষ্ঠ সাধারন গুণনীয়ক হল পাটিগণিত বা বীজগণিত এর খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংক্ষিপ্ত ভাবে গাণিতিক সমস্যা সমাধানে গ.সা.গু এর ভূমিকা অপরিসীম। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্নয় পদ্ধতি আজকের আলোচ্য বিষয়; আশা করি খুব সহজ পদ্ধতিতে ছন্দে ছন্দে আজ আমরা গসাগু নির্ণয় ধারনা অর্জন করতে পারব।

গসাগু বা গ.সা.গু
গ.সা.গু এর ধারনাঃ
গ.সা.গু কে বিশ্লেষণ করলে আমরা তিনটি ধারনা পেয়ে থাকি, যথা-
১. গ = গরিষ্ঠ বা বড়
২. সা = সাধারন বা সকলের মাঝে আছে এমন
৩. গু = গুণনীয়ক বা যা গুণফলের একটি অংশ
অর্থাৎ গ.সা.গু হল একাধিক সংখ্যার গুণফলের অংশ গুলোর মাঝে সাধারন বা মিল আছে এমন এক বড় বা গরিষ্ঠ একটি অংশ। তার মানে একাধিক সংখ্যাকে যদি আমরা অংশে অংশে ভাগ করি তবে সকল সংখ্যা গুলোর মাঝে মিল আছে এমন এক বড় অংশ হল গ.সা.গু। উদাহরনের মাধ্যমে ব্যপারটি আরো ভালোভাবে বোঝা যেতে পারে।