Loading..

প্রেজেন্টেশন

২৮ জুলাই, ২০২১ ০৫:১৫ অপরাহ্ণ

গ্রিন কেমেস্ট্রি
আমাদের চারপার্শে প্রকৃতিতে অহরহ ঘটছে বহু রাসায়নিক বিক্রিয়া অথবা আমরা ঘটাচ্ছি আমাদের প্রয়োজনে। এসব বিক্রিয়ায় কাঙ্খিত উৎপাদের পাশাপাশি অনেক সময় উৎপন্ন হয় ক্ষতিকর সহ-উৎপাদ। এছাড়াও অনেক সময় অব্যবহৃত থেকে যায় বিক্রিয়কের কিছু অংশ। এসব অব্যবহৃত রাসায়নিক দ্রব্য ও উৎপন্ন ক্ষতিকর সহ-উৎপাদ উৎপাদন শেষে ফেলে দেই পরিবেশে যত্রতত্র। ফলে মারাত্বকভাবে ক্ষতি হচ্ছে আমাদের এ সজীব পরিবেশে। তাই শিল্পজ উৎপাদনসহ সকল রাসায়নিক বিক্রিয়ায় গ্রিন কেমেষ্ট্রি সমর্থিত পদ্ধতি ডিজাইন ও বাস্তবায়ন করা খুবই আবশ্যক।