Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জুলাই, ২০২১ ০৪:০১ অপরাহ্ণ

৮ম শ্রেনির বিজ্ঞান(কোষ বিভাজন)

অষ্টম শ্রেণির বিজ্ঞান

বিপুল দেবনাথ
সহকারী  শিক্ষক ( গণিত)
ঘোষগাঁও শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, ধোবাউড়া, ময়মনসিংহ।

কোষ বিভাজন

১। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?

√ক) ডি.এন.এ খ) আর.এন.এ

গ) নিউক্লিয়াস ঘ) সেন্ট্রোমিয়ার

২। মাইটোসিস কোষ বিভাজনে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?

√ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ

গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ

৩। নিচের কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না?

√ক) স্নায়ুকোষ খ) প্রাণীর দেহকোষ

গ) ডাল্টন ঘ) ভ্রূণমুকুল

৪। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়?

ক) ২টি খ) ৩টি √গ) ৪টি ঘ) ৫টি

৫। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু কার সঙ্গে যুক্ত হয়?

ক) ক্রোমাটিড √খ) সেন্ট্রোমিয়ার

গ) ক্রোমোজোম ঘ) ডিএনএ

৬। কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন?

√ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস

গ) মিয়োসিস ঘ) সবগুলো

৭। কোথায় অ্যামাইটোসিস হয় না?

ক) ইস্ট খ) ছত্রাক গ) অ্যামিবা √ঘ) ভাইরাস

৮। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?

ক) মাইটোসিস খ) অ্যামাইটোসিস

গ) সাইটোকাইনেসিস √ঘ) ক্যারিওকাইনেসিস

৯। অ্যামাইটোসিস-

i. অ্যামিবাতে ঘটে ii. নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে

iii. একে পরোক্ষ কোষ বিভাজন বলে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। সমীকরণিক বিভাজন-

i. দেহ কোষে হয় ii. জনন কোষে হয়

iii. ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১১। কেন্দ্রিকার (নিউক্লিয়াসের) বিভাজনের দশা বা ধাপ-

i. প্রো-মেটাফেজ ii. অ্যানাফেজ iii. ইন্টারফেজ

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১২। অ্যাস্ট্রার রশ্মি-

i. উদ্ভিদ কোষে হয় ii. প্রাণি কোষে হয়

iii. সেন্ট্রিওলের চারপাশে থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৩। দ্বিতীয় মিয়োটিক বিভাজন-

i. মিয়োসিস-২ বলে ii. মিয়োসিস প্রকৃতির iii. মাইটোসিস প্রকৃতির

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৪। মাইটোসিস কোষ বিভাজনে-

i. নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়

ii. একটি মাতৃকোষ থেকে ৪টি অপত্য কোষ সৃষ্টি হয়

iii. অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৫। মিয়োসিসের বৈশিষ্ট্য-

i. ক্রোমোজোম একবার বিভক্ত হয়; নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়

ii. একটি মাতৃকোষ থেকে ৪টি অপত্য কোষ সৃষ্টি হয়

iii. অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি