Loading..

উদ্ভাবনের গল্প

০৩ আগস্ট, ২০২১ ০৫:২৫ অপরাহ্ণ

অষ্টম শ্রেণির 'ক' শাখার শ্রেণি শিক্ষক,মো.খালিলুর রহমান,সহকারী শিক্ষক (আইসিটি)

আমি  অষ্টম শ্রেণির ‘ক’ শাখার শ্রেণি শিক্ষক

আমি অষ্টম শ্রেণির ‘ক’ শাখার শ্রেণি শিক্ষক । এই শ্রেণির দায়িত্ব নেওয়ার পর আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করল, কীভাবে এদের দিয়ে ভাল কিছু/ভাল রেজাল্ট করা যায়।আমি যাত্রা শুরু করলাম, এদের নিয়ে। সকল শিক্ষক যেমন করে; কিন্তু তেমন ফলপ্রসু হচ্ছে না। পরবর্তীতে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া শুরু করলাম  সেই অন্য দশজন শিক্ষকের মতো। তাতেও তেমন কিছু ফল পাচ্ছিলাম না। পরে ঘোষণা দিলাম তোমাদের মধ্যে যারা ভাল করবে (বিদ্যালয়ে উপস্থিতি,বাড়ির কাজ ও আচরণের দিক দিয়ে)তাদেরকে পুরষ্কৃত করা হবে ।হ্যাঁ দেখা গেল কিছুটা পরিবর্তন আসলো। পড়াশুনা ও আচরণের পরিবর্তন। আমিও যথা সময়ে শ্রেণি কক্ষে প্রবেশ করে, যথা নিয়মে শ্রেণির কাজ সম্পাদন করার জন্য সর্বাত্বক চেষ্টা করতাম। পরবর্তীতে পরীক্ষাগুলোতে প্রতিযোগিতা লক্ষ করলাম ও পুরষ্কারও দিলাম। সামান্য খাতা, কলম,স্কেল ইত্যাদি। আমার কিছু অর্থ দন্ড হতে লাগল;কিন্তু দেখলাম শিক্ষার্থীদের মধ্যে পড়াশুনার উৎসাহ-উদ্দীপনা,প্রতিযোগিতা বৃদ্ধি পেল। এতে করে উপস্থিতির হার বেড়ে গেল। ভাল লাগতে শুর করল আমার। এই পদক্ষেপের জন্য শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হতে শুরু করেছি। একজন আদর্শ শিক্ষক হওয়ার চেষ্টা করলাম এবং কর্তৃপক্ষকে আমার শ্রেণি কক্ষে এসে আরও উৎসাহ যোগাতে বললাম। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ সহ প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলীর দৃষ্টিগোচর হলো। তাঁরা দেখলেন- উৎসাহ দিলেন। আমি আমার পদক্ষেপটির কথা স্টাফ মিটিং-এ তুললাম। সকলে আমাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন এবং অনেকে এ রকম কৌশল অবলম্বন করলেন।আমার সামান্য কিছু অর্থ ব্যয়ে বেশ কয়েক জনকে চিহ্নিত করে তাদের আলাদা কিছু করার পরামর্শ চাইলাম কর্তৃপক্ষের নিকট,সহযোগিতাও করলেন। এক সময় পরীক্ষা ঘনিয়ে এল, পরীক্ষা দিল,রেজাল্ট হল ,বৃত্তির রেজাল্ট হল সব মিলিয়ে অর্জন্টা কর্তৃপক্ষ পেল, শিক্ষার্থী ও অভিভাবক পেল কিন্তু আমি তার চেয়েও বেশি পেলাম। আমার লাগানো চারা গাছ বড়ো হওয়ার পথে। সেই থেকে চলছে আর পিছনের দিকে তাকাতে হয়নি।

ধৈর্য ধরে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

 

ধন্যবাদান্তে-

মো.খলিলুর রহমান

সহকারী শিক্ষক(আইসিটি)

বাগমারা উচ্চ বিদ্যালয়

লালমাই,কুমিল্লা।

মোবাইল-০১৭১০৩৪০২২৬

ই-মেইল  ,[email protected]