Loading..

ভিডিও ক্লাস

০৭ আগস্ট, ২০২১ ০৮:২৫ অপরাহ্ণ

স্বাধীনতা বলতে কি বুঝঃ-

           স্বাধীনতা বলতে কি বুঝঃ-

উত্তরঃ-স্বাধীনতার ইংরেজী প্রতিশব্দ Liberty । Liberty  শব্দটি ল্যাটিন শব্দ Liber থেকে এসেছেযার অর্থ মুক্ত বা স্বাধীনশাব্দিক অর্থে মানুষের ইচ্ছানুযয়ি কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয়  সাধারন অর্থে মানুষের ইচ্ছামত কোন কিছু করা বা না করার অধিকারকে স্বাধীনতা বলেকিন্তু কর্ত্তত্বনিয়ন্ত্রনহীন স্বাধীনতা অরাজকতাউচ্ছৃঙ্খলতার নামান্তর  কিন্তু পৌরনীতিতে নিয়ন্ত্রিত স্বাধীনতাকেই প্রকৃত স্বাধীনতা বলা হয়

স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছামত কাজ করার অধিকারস্বাধীনতা মানুষের জন্মগত অধিকারস্বাধীনতা অর্জন করা যেমন কঠিন,স্বাধীনতা সংরক্ষণ আরততো কঠিননানা কারণে মানুষের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েলাস্কি বলেছেন,সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতীত অধিকাংশ মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারে না

হার্বাট স্পেন্সার এর মতে, স্বাধীনতা বলতে খুশিমত কাজ করাকে বুঝায়,যদি উক্ত কাজের দ্বারা অন্যের কাজের অনুরুপ বাধার সৃষ্টি না হয়

অতএব ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক পরিবেশই স্বাধীনতা