Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ আগস্ট, ২০২১ ০১:২৪ অপরাহ্ণ

নিমগাছ

নিমগাছ হলো আমাদের নীরব উপকারী বন্ধু। এর গুণাগুন লিখে শেষ করা যাবে না । এর ঔষধি গুন অনেক ।যেমনঃ খোস-পাঁচড়া,হাজালি,চুলকানিতে নিমগাছের পাতা বেটে লাগালে তা ভালো হয়ে যায়। এর পাতা তেলে ভেজে শাক পাতা হিসেবে খায়। কবিরাজদের কাছে এর অনেক চাহিদা। বিজ্ঞজনেরা এর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আমরা কেউ এর যত্ন নিই না । নিজে নিজে গজায় । রোদে বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে থাকে। আমাদের উচিত এই বহুগুনি গাছটির যত্ন নেয়া।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি