Loading..

প্রকাশনা

১৬ আগস্ট, ২০২১ ০২:৫৮ পূর্বাহ্ণ

স্বরচিত কবিতা ঘাস ফুলের ইতিকথা সালেহা মুক্তা

                 

পথের_ধারের ফুল, তাই তাদের নাম ঘাসফুল....স্মৃতিতে পড়বে যখন মনে

দেখবো তোকে স্বযতনে....

পথের ধারে থাকিস বলে হয়ে যাস কখনো পদদলিত

বুঝতে চায় না কেউ তোর, ছোট ছোট ফুলের সৌন্দর্য!!

দিব্যি যখন হেসে উঠিস খুশি হয়ে মনে, সূর্যের সাথে

কিংবা হাসির কিরণে!!ঠিক তখন-ই জানতে ইচ্ছে হয়-

এটাই কি তোর আসল পরিচয়?

সত্যিকারের সৌন্দর্য কি ঘরে কিংবা টবে?

  • আসল সৌন্দর্য চিনবে এমন কেউ কি হবে?

তোর জন্ম যেথায়, সেথায়-ই শোভা পায়।

সত্যিকারের চেনার মানুষ নেই যে উপায়!!

বুঝবে যখন করবে কদর, থাকবি না সেদিন ভবে!

এই পৃথীবির তরে তবে কেউ কি চিরদিন রবে?

মিনতি করে বল আর কিবা হবে??

ছোট ছোট গন্ধ বিহীন যখন ফোটে ফুল।

নিজের কাছেই ভালো লাগে মন হয় বিকুল.....

.

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই........

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি