Loading..

প্রেজেন্টেশন

১৬ আগস্ট, ২০২১ ০৭:৩০ পূর্বাহ্ণ

তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা (নবম-দশম শ্রেণি)
আমার মৃত্যুর পরেও যদি সেই
সুনীল পাখি আসে আমার জানালায়,
আবার শিস দেয়, আমার বইখাতা
যদি সে ঠোকরায়, দিও না বাধা তাকে।"
                                                                                                                    - শামসুর রাহমান

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় ( তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টিলাভ করেন । পরবর্তীতে উভয় বাংলাতেই তাঁর শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তাঁর কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন। 
আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর শামসুর রাহমান  রচিত "তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা" কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

১ . কবি শামসুর রাহমান সম্পর্কে বলতে পারবে ।

২ . কঠিন শব্দ ও টীকা সম্পর্কে বলতে পারবে।

৩ . স্বাধীনতা বিকাশের বিভিন্ন দিক সম্পর্কে বলতে পারবে।

 

নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য : পদ্যাংশের লিংক সমূহ -

১। বঙ্গবাণী   

২। কপোতাক্ষ নদ  

৩। জীবন সঙ্গীত   

৪। জুতা-আবিস্কার

৫। ঝর্ণার গান

। মানুষ

৭।সেই দিন এই মাঠ

৮। পল্লিজননী

৯। আশা

১০। আমি কোনো আগন্তুক নই

১১। রানার


নিবেদক,

আব্দুল্লাহ আত তারিক

*** জেলা অ্যাম্বেসেডর, মাগুরা সদর, মাগুরা ***

*** সেরা কনটেন্ট নির্মাতা মার্চ - ২০২১ ***

*** a2i - Aspire to Innovate ও বাংলা ভাষা শিক্ষক পর্ষদের যৌথ উদ্যোগে ব্যাবহারিক বাংলা বানান ও প্রমিত উচ্চারণচর্চা বিষয়ক ২ (দুই) দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণে ৬ষ্ঠ স্থান ***