Loading..

খবর-দার

১৮ আগস্ট, ২০২১ ০৭:৫৩ অপরাহ্ণ

ICT4E জেলা এম্বাসেডরশীপ প্রোগ্রাম, এম্বাসেডর হওয়ার শর্তাবলীগুলো, আবেদন করার পদ্ধতি সম্পর্কে আইসিটি বিষয়ক কর্মশালা।

আজ ১৮/০৮/২১ তারিখ রোজ বুধবারে সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষার কান্ডারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রুহুল আমিন মহোদয়ের উদ্যোগে  সাতক্ষীরার সদর উপজেলার সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি স্যারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাসুম বিল্লাহ স্যারের  সঞ্চালনায় অত্র উপজেলার সাতটি ক্লাস্টার এর ৭০ জন দক্ষ শিক্ষক নিয়ে অনুষ্ঠিত হলো আইসিটি বিষয়ক কর্মশালা। কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিলো সাতক্ষীরাতে ICT4E জেলা এম্বাসেডর এর সংখ্যা বৃদ্ধি করা। সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক এর একমাত্র জেলা এম্বাসেডর হিসেবে কর্মশালাটি পরিচালনা করি। স্ক্রীনশেয়ার এর মাধ্যমে ICT4E জেলা এম্বাসেডরশীপ প্রোগ্রাম, এম্বাসেডর হওয়ার শর্তাবলীগুলো, আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সোয়া ১টা পর্যন্ত ৩ ঘন্টারও অধিক সময়ব্যাপী অনুষ্ঠানের বড় অংশজুড়ে সাতক্ষীরা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের নিকট থেকে নিজ ও নিজ বিদ্যালয়ের সমস্যা, শিক্ষার্থীদের ওয়ার্কশীট বিতরণ কার্যক্রম ও মূল্যায়নপূর্বক রেকর্ড সংরক্ষণ, শিখন শেখানো কার্যক্রম এবং আইসিটি শিক্ষক হিসেবে নিজের ভূমিকার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ফলপ্রসূ ফলাবর্তন প্রদান করেন, সেই সাথে সাথে সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিক এর জেলা এম্বাসেডর এর বৃদ্ধির উপরে গুরুত্বারোপ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে প্রতিটি বিদ্যালয়ের আইসিটি পন্যগুলো যেন নিয়মিত ব্যাবহার করা হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এমন একটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের কর্মশালার সফলতা কামনা করি। সাতক্ষীরাতে প্রাথমিক এর জেলা এম্বাসেডর বৃদ্ধির জন্য আমার আন্তরিক প্রচেষ্টা সবসময় থাকবে এবং সবরকমের সহযোগীতা করার জন্য সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ