Loading..

উদ্ভাবনের গল্প

২৬ আগস্ট, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ

সেবার জন্য স্কাউটিং

একজন শিক্ষক  হিসেবে আমার সবসময় চেষ্টা  থাকে শিক্ষার্থীদের  জন্য ভালো কিছু করার। পড়াশুনা খেলাধুলা,  নাচ,গান ইত্যাদির পাশাপাশি  তাদের কে আমি কাব- স্কাউটিং  কার্যক্রমে সম্পৃক্ত করে রাখি। আমার কাজে শিক্ষার্থীরা  সবসময় অনুপ্রাণিত  হয়। আমিও তাদের আনন্দ  দিতে পছন্দ  করি। উপজেলা,জেলা এমন কি জাতীয় পর্যায়ের  বিভিন্ন প্রোগ্রামে আমি ওদের অংশগ্রহণ  নিশ্চিত  করি। আমি শিক্ষা্র্থীদের বিভিন্ন  সমাজ সেবা মৃলক কাজে অংশগ্রহণ  করাই যাতে ওরা নিজেকে সত্যিকার আলোকিত  মানুষ হিসেবে তৈরি করতে পারে। কাব- স্কাউটিং এর মাধ্যমে  শিক্ষার্থীরা  কর্মঠ ও বিনয়ী  হয়। নেতৃত্বের  মনোভাব  গড়ে ওঠে। অন্যদের প্রতি সহানুভূতিশীল  হয়। সকল ধরনের উন্নয়নৃলক কাজ  তারা আনন্দঘন  পরিবেশে করে থাকে। এই ধরণের সহপাঠক্রমিক কার্যক্রমে যুক্ত থাকার কারণে তাদের  মধ্যে কোন অনৈতিক  কাজ পরিলক্ষিত  হয় না। তাদের শিক্ষা  জীবন ও অনেক আনন্দের হয়। কাব-স্কাউটিং এর মাধ্যমে  তারা বাংলাদেশের সকল বিভাগের  ছেলেমেয়ে দের সঙ্গে বন্ধুত্ব্ব  গড়ে তুলতে পারে। আমার বিদ্যালয়ের  কাবশিশুদের নিয়ে যে সকল কার্যক্রম  করেছি তার একটি ভিডিও ডকুমেন্টারি আপনাদের  উপহার দিলাম। যদি ভালো লাগে বা এটা দেখে আপনারা যদি একটু হলেও অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে লাইক,রেটিং  দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। ধন্যবাদ  সবাই কে।