Loading..

খবর-দার

২৮ আগস্ট, ২০২১ ০৯:৩৭ পূর্বাহ্ণ

শিশুদের জন্য অরবিস চক্ষু হাসপাতাল
img
Ayasha Siddiqua

সহকারী শিক্ষক

অরবিস হচ্ছে একটি অলাভজনক এবং ( এনজিও) যা কিনা পৃথিবীব্যাপী চোখের আলো রক্ষার জন্যে নিবেদিত। এর কর্মসূচিগুলো গুরুত্ব দেয় বিশেষত উন্নয়নশীল গুলোতে অন্ধত্ব মোচন এবং অন্ধত্ব সৃষ্টিকারী রোগসমূহের  চিকিৎসা প্রদানের উপর  হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে, জনসংখ্যা বিষয়ক শিক্ষা প্রদানের মাধ্যমে ও আইনের শাসন এবং স্থানীয় অংশীদার তৈরির মাধ্যমে।১৯৮২ সন হতে , অরবিস ক্ষমতা উন্নয়ন প্রকল্প প্রায় ৩ লক্ষ ২৫ হাজার চক্ষুসেবাদানকারী ব্যক্তির দক্ষতা উন্নয়ন করেছে এবং পৃথিবীব্যাপী ৯২ টি দেশে ২ কোটি ৩৩ লক্ষের বেশি মানুষকে চক্ষু সেবা প্রদান করেছে। অরবিস বাংলাদেশে প্রথম শিশু অন্ধত্ব নিবারণের জন্য ১৩টি বিশেষায়িত শিশুবান্ধব চক্ষু চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করে। বিশেষ করে যেসব শিশু দৃষ্টি স্বল্পতায় ভুগছে তাদের মাঠ পর্যায়ে আউটরিচ, স্কুল সাইট টেস্টিং প্রগ্রাম এবং ভিশন সেন্টারের মাধ্যমে শিশুবান্ধব চক্ষুসেবা কেন্দ্র থেকে সার্জারির মাধ্যমে পূর্ণাঙ্গ চক্ষুসেবা দেওয়া হয়ে থাকে। শহর অঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দিতে অরবিস এ পর্যন্ত ২৭টি  স্থায়ী ‘চক্ষু চিকিৎসা কেন্দ্র’ (ভিশন সেন্টার) প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া ২০১৮ সাল থেকে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ও স্থানীয় জনগণের চোখের চিকিৎসায় কার্যক্রম পরিচালনা করছে।

কেবল চিকিৎসা বা প্রশিক্ষণই নয়, এর সঙ্গে চোখের উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করতে অরবিস নিজস্ব প্রযুক্তি ও সফটওয়্যার উদ্ভাবন ও ব্যবহার প্রবর্তন করে। এর মধ্যে পেশেন্ট ইনফরমেশন সিস্টেম (পিআইএস), আউটবাউন্ড ডায়ালিং (ওবিডি) এবং আইকম সফটওয়্যার ফর ডিআর উল্লেখযোগ্য। অরবিস বাংলাদেশে শিশু ও ডায়াবেটিসজনিত অন্ধত্ব প্রতিরোধে ডায়াবেটিস হাসপাতালগুলোর সঙ্গেও কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সরকারের ৪০০টি কমিউনিটি ক্লিনিকের সঙ্গে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে