Loading..

মুজিব শতবর্ষ

০৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫২ পূর্বাহ্ণ

একটি ছয় ছাঁটপেটিকোট কোমরের পট্টি, আপার প্লাকেট, লোয়ার প্লাকেট কাঁটার নিয়ম ও ধারাবাহিক ভাবে সেলাই করার নিয়ম।

খুব সহজে সেলাই শিখি

পর্ব-3

ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর

চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ, কুমিল্লা।

 

 

শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা রইলো। আজ আলোচনা করবো কীভাবে খুব সহজে একটি ছয় ছাঁটপেটিকোট কোমরের পট্টি, আপার প্লাকেট, লোয়ার প্লাকেট কাঁটার নিয়ম ও ধারাবাহিক ভাবে সেলাই করার নিয়ম। চিত্রের ন্যায় কাপড়ের টুকরো গুলো কেঁটে নিতে হবে।

 

 

২ ইঞ্চি × ৪ ইঞ্চি

১.২৫ ইঞ্চি × ৩.৫ ইঞ্চি

 


                                                                                    ০                                                                          ১

ভাঁজের পাশ

             

    চিত্রঃ আপার প্লাকেট                              চিত্র: লোয়ার প্লাকেট               

 

২                         চিত্র: কোমর পট্টি                               ৩

 

@ কোমরের পট্টি কাঁটার নিয়ম:

ক্রম নং

চিত্রের অংশ

পরিমাপের পরিমান

০১.

লম্বা (০ - ১ এবং ২ - ৩)

= মূল হিপের অর্ধেক + হেম সেলাই + লুজ

= (৩৬ ÷ ২) ইঞ্চি + ১ ইঞ্চি + ১ ইঞ্চি = ২০ ইঞ্চি।

০২.

চওড়া (০ - ২ এবং ১ -৩)

= মূল কোমর পট্টির চওড়ার দ্বিগুণ + ২টি সীম এলাউন্স

= (২ × ২) ইঞ্চি + ০.৫ ইঞ্চি + ০.৫ ইঞ্চি = ৫ ইঞ্চি

এই মাপ অনুসারে কোমর পট্টি কাঁটলে ৪০ ইঞ্চি লম্বা ও ৫ ইঞ্চি চওড়া একটি কাপড়ের টুকরা পাওয়া যাবে।

 

পেটিকোট সেলাই করার ধারাবাহিক নিয়ম:

@ প্রথমে সামনের মধ্য অংশের মাঝখানে ৪ ইঞ্চি পরিমান মার্ক করে নিতে হবে।

@ সামনের মধ্য অংশের একপাশে দিয়ে লোয়ার প্লাকেট সীম সেলাই করতে হবে।

@ সামনের মধ্য অংশের সাথে আপার প্লাকেট সীম সেলাই করতে হবে।

@ সামনের মধ্য অংশে ৪ ইঞ্চি পরিমাণ সেলাই পর্যন্ত আপার ও লোয়ার প্লাকেটের মাঝখানে কেঁটে দিতে হবে।

@ লোয়ার প্লাকেট এর টপ সেলাই করতে হবে।

@ আপার প্লাকেট সঠিকভাবে ভাঁজ করে টপ সেলাই করতে হবে।

@ সামনের মধ্য অংশের সাথে পার্শ্বের অংশ সেলাই করতে হবে।

@ পিছনের মধ্য অংশের সাথে পার্শ্বের অংশ সেলাই করতে হবে।

@ সামনের অংশের সাথে পিছনের অংশের দুই পার্শ্বের সাইড সীম সেলাই করতে হবে।

@ বডি অংশের সাথে কোমরের পট্টির সীম সেলাই করতে হবে।

@ কোমরের পট্টির সঠিকভাবে ভাঁজ করে ডাবল টপ সেলাই করতে হবে।

@ পেটিকোটের বটম বা নিচের অংশের ভিতরে দিকে ভাঁজ করে দিয়ে হেম সেলাই করতে হবে।

@ এর পর কোমর বাঁধার জন্য একটি ফিতা তৈরি করে নিতে হবে।

এতে সম্পন্ন হয়ে গেল একটি পেটিকোট সেলাই।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি