Loading..

প্রেজেন্টেশন

০৬ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৪ পূর্বাহ্ণ

প্রতিদিন এসএসসি এইচএসসি ও পঞ্চম শ্রেণির ক্লাস

প্রতিদিন এসএসসি এইচএসসি ও পঞ্চম শ্রেণির ক্লাস

আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ। রবিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলবে। শুরুতে এ বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহের ৬ দিন আসবে। ১ম, ২য়, ৩য়, চতুর্থ, ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন আসবে। সব শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পড়তে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিবে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, কারিগরিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই খুলবে। তবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত। সূত্র,০৬ সেপ্টেম্বর,ভোরের কাগজ।