Loading..

প্রকাশনা

০৭ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ

স্বরচিত কবিতা-২
স্বপ্ন
ফারহানা পারভীন
স্বপ্ন নেবে স্বপ্ন?
আমি স্বপ্নের ফেরিওয়ালা।
ছোট ছোট অবুঝ মনে আমি স্বপ্ন বুনি
সেই স্বপ্নের একটু একটু পথ চলা,বাধা,সুখ-দুখ আমিই শুনি।
স্বপ্ন দেখতে কি দোষ বলো?
দেখাতে ও দোষ নেই।
এই স্বপ্ন দেখতে দেখতেই
একদন সত্যি হয়ে যাবে।
কষ্টের মাঝে এই স্বপ্নই যে বাঁচিয়ে রাখে আমাদের।
স্বপ্ন দেখে ঘুমিও না কভু
ঘুম আসলেও ঘুমিও না তবু,
তবেই সত্যি হবে তোমার স্বপ্ন।
স্বপ্ন নেবে স্বপ্ন?
আমি স্বপ্নের কারিগর
আজও স্বপ্নের বীজ বুনেই চলেছি কোটি প্রাণে
নিষ্পাপ কোমল মনে
বুনেই চলেছি মানুষ হওয়ার স্বপ্ন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি