Loading..

খবর-দার

০৭ সেপ্টেম্বর, ২০২১ ০৪:৪২ অপরাহ্ণ

গোলাপী শহর- জয়পুর
img
Ayasha Siddiqua

সহকারী শিক্ষক

মোগলদের পতনের পর অম্বর পাহাড় থেকে নিচে সমতলে রাজধানী নেমে আসে। ১৭২৭ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত ভারতের প্রথম পরিকল্পিত শহর জয়পুরের পেছনে ছিলেন বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য। পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে এ-এক অন্যরকম রাজধানী। সম্প্রতি এই শহর ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ শহরের তকমা পেয়েছে। 

১৮৭৬ সালে প্রিন্স অফ ওয়েলস এবং মহারানী ভিক্টোরিয়ার আগমন উপলক্ষ্যে গোটা শহরকে ‘আতিথেয়তার গোলাপি রঙ’-এ সাজিয়েছিলেন মহারাজ রাম সিং। সেই থেকে জয়পুর ‘গোলাপি শহর’। লর্ড অ্যালবার্ট প্রথমবারের মতো ‘পিঙ্ক সিটি’ নামটি ব্যবহার করেন। আজও এই ঐতিহ্যকে বজায় রাখা হয়েছে। পুরনো জয়পুরের সমস্ত বাড়ির রঙ আজও গোলাপি এবং নগরবাসী আইনত এই রঙ করতে বাধ্য।