Loading..

প্রকাশনা

১৭ জুলাই, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

কিছু দুঃখ বিক্রি হবে -পংকজ কান্তি গোপ
কিছু দুঃখ বিক্রি হবে -পংকজ কান্তি গোপ সহজ দামে কিছু দুঃখ বিক্রি হবে, দিনে দিনে অনেক দুঃখ জমে গেছে আমার । ভুল মানুষকে বিশ্বাস করার দুঃখ, খুব নিমিষে নাটক করার দুঃখ, ঘৃণার পরেও ভালোবাসার দুঃখ, মুখোশধারীর কাছে হেরে যাবার দুঃখ, অজানা সব কষ্ট, না বলার দুঃখ । যেমন-তেমন মুল্য পেলেই ছেড়ে দেব সব 'দিঘীর দামে নদী বেচা'র অভ্যাস তো আছেই ! ঢের হয়েছে, এবার নিষ্কৃতি চাই- আমার এ দুঃখের বিনিময়ে তোমরা যা যা দেবে, তাই নেবো । ফুল, পাখির গান যাই হোক... (পংকজ কান্তি গোপ, সহকারী শিক্ষক, পুটিজুরী এস. সি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ ।)

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি