Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ণ

বদলে যাওয়া প্রাথমিক শিক্ষা। শিক্ষা সংস্কৃতি আর ঐতিহ্যকে তা কল্পনা করা ও কঠিন।

বদলে যাওয়া আমাদের শিক্ষা ব্যবস্থা।

সময় যে কত বদলে দিচ্ছে আমাদের শিক্ষা সংস্কৃতি আর ঐতিহ্যকে তা কল্পনা করাও কঠিন হয়ে যাচ্ছে। প্রতিটি বিদ্যালয়, প্রতিটি শ্রেণি কক্ষ,প্রতিটি শিশু যেন আবার নতুন করে সেজে উঠেছে।শিশুরা স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসছে, হাসি খুশিতে মুখরিত হয়ে উঠছে বিদ্যালয় প্রাঙ্গন  আমাদের শিক্ষক কর্মকর্তা মহোদয়গণ রাত দিন পরিশ্রম করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও আনন্দমূখী শিক্ষায় রুপদান করতে। প্রতিটি বিদ্যালয় যেন শিল্পীর আচঁড়ে ফুটে উঠা একেকটি গোলাপ। এমন বিদ্যালয়ে  শিশুরা পড়াশোনায় মন দিবে, হেসে খেলে শিখবে, মনের ক্যানভানে আকঁবে তাদের প্রিয় বিদ্যালয়। আমরা আশা করছি প্রিয় ক্যাম্পাসগুলো আবারও কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে।সবাই দলবেঁধে স্কুলে আসবে। কোলাকুলি করে ক্যাম্পাস ত্যাগ করবে।আরও একটি নতুন সকালের প্রহর গুনবে আমাদের কোমলপ্রাণগুলো। ভালো থাকুক প্রিয় শিক্ষার্থীরা, ভালো প্রিয় বাংলাদেশ। এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরাও আছি সবসময়। 


মোহাম্মদ আমির হোসেন 

আইসিটি জেলা এম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা

বিশ্বের সর্ববৃহৎ পোর্টাল শিক্ষক বাতায়ন। 

ছবিগুলো সংগৃহীত পেইজবুক থেকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি