Loading..

ম্যাগাজিন

২০ সেপ্টেম্বর, ২০২১ ০৮:২৭ পূর্বাহ্ণ

আজিজ সানজার

আজিজ সানজার


আজিজ সানজার
Aziz Sancar 0176.jpg
আজিজ সানজার,২০১৪
জন্ম৮ সেপ্টেম্বর ১৯৪৬ (বয়স ৭৫)
সাভুরমারদিন প্রদেশতুরস্কy
নাগরিকত্বতুরস্ক এবং আমেরিকান
কর্মক্ষেত্র
প্রতিষ্ঠান
প্রাক্তন ছাত্র
উল্লেখযোগ্য
পুরস্কার
স্ত্রী/স্বামীগণগুয়েন সানজার[১]
তুরস্কের মারদিন প্রদেশের সাভুর জেলা

আজিজ সানজার (জন্ম ৭ সেপ্টেম্বর ১৯৪৬) হলেন একজন তুরষ্ক বংশভূত আমেরিকান  প্রাণরসায়ন বিদ এবং কোষ বৈজ্ঞানিক।  ক্ষতিগ্রস্ত ডিএনএ পুর্নৎপাদন সংক্রান্ত গবেষণার জন্য ২০১৫ সালে তিনি থমাস লিন্ডাল ও পল মড্রিকের সাথে যৌথ ভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[২][৩] 

তিনি আজিজ এবং গুয়েন সানজার  নামক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। এটি একটি অবাণিজ্যিক সংগঠন যার মূল উদ্দেশ্য হচ্ছে তুরষ্কের সংস্কৃতির বিস্তার করা এবং যুক্তরাজ্যে অবস্থানরত তুরষ্কের শিক্ষার্থীদের সহায়তা করা।[১]

প্রারম্ভিক জীবন [সম্পাদনা]

আজিজ সানজার তুরষ্কের মারদিন প্রদেশের সাভুর নামক জেলায় এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে ৭ সেপ্টেম্বর ১৯৪৬ সালে জন্ম গ্রহণ করেন।[৪] তিনি তার ৮ ভাই-বোন এর মধ্যে সপ্তম ছিলেন। তার পিতা-মাতা ছিলেন অশিক্ষিত, তারপরও তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সংগ্রাম করেন।[৫][৬] আজিজ তুরষ্কের বিজ্ঞান একাডেমি [৭] এবং আমেরিকান বিজ্ঞান এবং প্রযুক্তি একাডেমির একজন সম্মানিত সদস্য।[৮] আজিজ সর্বপ্রথম তুরষ্কিয়-আমেরিকান যিনি ২০০৫ সালে আমেরিকার জাতীয় বিজ্ঞান একাডেমির  সদস্যপদ লাভ করেন।[৯] তিনি বর্তমানে আমরিকার উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।তিনি গুয়েন বল্স সানকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গুয়েন বল্স সানজারও বর্তমানে ক্যাপেল হিল এর উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।[১০]   

শিক্ষা[সম্পাদনা]

সানজার তার এম.ডি ডিগ্রি তুরষ্কের ইস্তানবুল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্ত্বর ডিগ্রি অর্জন করেন।[১১]  

পুরস্কার[সম্পাদনা]

ক্ষতিগ্রস্ত ডিএনএ পুর্নৎপাদন সংক্রান্ত গবেষণার জন্য ২০১৫ সালে তিনি থমাস লিন্ডাল ও পল মড্রিকের সাথে যৌথ ভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[২][৩] ওরহান পামুকের পর তিনি ২য় নোবেল বিজয়ী তুরষ্কের নাগরিক যিনি ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 

তথ্যসূত্র

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি