Loading..

খবর-দার

২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ

প্রাথমিকের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

কক্সবাজারের উখিয়ার ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সোমবার সকাল ১০টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উখিয়ার ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণি কক্ষে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় স্কুল কর্তৃপক্ষ রবার্ট মিলারের সামনে স্কুলের কার্যক্রম, অর্জন, সম্ভাবনা এবং কোভিড-১৯ প্রেক্ষিতে সমস্যা তুলে ধরেন।

পরিদর্শনকালে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিজম উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলসান আক্তার উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি দুপুরে কক্সবাজার শহরের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ইউএনএফপিএ এবং ডব্লিউএফপি এর গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত ‘উইমেন লিড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন। পরের দিন রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিও সংস্থা’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।