Loading..

প্রকাশনা

২২ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৩১ পূর্বাহ্ণ

সততা সফল জীবনের পাথেয়

সততা মানবচরিত্রের শ্রেষ্ঠ গুণ। জীবনে সততার প্রয়োজনীয়তা অপরিসীম। মহান আল্লাহ মানবসমাজকে যে সীমারেখায় চলতে নির্দেশ দিয়েছেন, তাতে সততা অপরিহার্য।

মানবসমাজের নিরাপত্তা, সুখ-শান্তি, উন্নতির ভিত্তি হলো সততা। কারণেই সততাকে আপন করে নিতে গুরুত্ব দিয়েছে ইসলাম। সততার মাধ্যমেই

ইসলামি জিন্দেগির পূর্ণতা অর্জিত হয়।

সততার পুরস্কার

সততা মুমিনের অনেক বড় গুণ। সততার পুরস্কার দেবেন মহান আল্লাহ। সত্যবাদীদের প্রশংসা গুণাবলি উল্লেখ করে কুরআনে বলা হয়েছে, আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করেন, তাদের সত্যবাদিতার জন্য এবং তাঁর ইচ্ছা হলে মুনাফিকদের শাস্তি দেন অথবা তাদের ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, (সূরা আহজাব, আয়াত : ২২-২৪)

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি