Loading..

মুজিব শতবর্ষ

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৪২ অপরাহ্ণ

"জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ দেওয়ার ৪৭তম বার্ষিকী স্মরণে ই-পোস্টার"
"জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ দেওয়ার ৪৭তম বার্ষিকী স্মরণে ই-পোস্টার"

১৯৭৪ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের অধিবেশনে এই প্রথম বাংলায় ভাষণ দেওয়া হয়। এ বছর ২৫শে সেপ্টেম্বর তারিখে সেই ভাষণ প্রদানের ৪৭তম বার্ষিকী।
এ দিনটি উদযাপনে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পোস্টারটি প্রকাশ করা হয়।
একই সাথে ই-পোস্টারটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি