Loading..

খবর-দার

০৫ অক্টোবর, ২০২১ ০৭:০৮ অপরাহ্ণ

যে খাবারে ত্বক থাকবে সতেজ!

যে খাবারে ত্বক থাকবে সতেজ!

গ্রিন টি: গ্রিন টি’তে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোকেমিকেল আছে। যা দেহের প্রদাহ হ্রাস করে। যা ত্বক ও কোষের ক্ষতি ঠেকাতে পারে।

লেবু: সকালে এক গ্লাস উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়ার হাজারো উপকারিতা আছে। এই সাইট্রাস ফলটি ভিটামিন সি’তে ভরা। যেসকল নারীরা নিয়মিত ভিটামিন সি গ্রহণ করে; তাদের ত্বকে কম বলিরেখা পড়ে এবং ত্বক থাকে সতেজ।

আনারস: অ্যান্টি-এজিং খাবারের মধ্যে আছে আনারাস। এটিও ভিটামিন সি এর দুর্দান্ত উৎস। যা কোলাজেন তৈরির জন্য বিশেষভাবে কাজ করে।

হলুদ: রান্নাঘরের এই মশালায় থাকে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট। চেহারা থেকে বার্ধক্যের ছাপ মুছে ফেলতে পারে এই উপাদানটি। এটি বিভিন্ন প্রদাহ হ্রাস করতেও ব্যবহৃত হয়।

ওটস: পুষ্টিবিদদের মতে, বয়স ৪০ পার হলেই কার্বস কম খাওয়া উচিত। সকালের নাস্তায় ওটস রাখতে পারেন। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। শরীরের শক্তি জোগাতেও সাহায্য করে ওটস। ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে। ওটস যৌবন ধরে রাখতেও সাহায্য করে।