Loading..

উদ্ভাবনের গল্প

০৮ অক্টোবর, ২০২১ ১২:০৬ পূর্বাহ্ণ

আমার স্বপ্ন আমার স্কুল,গড়ে তুলবো ডিজিটাল প্রতিষ্ঠান।

আমার স্বপ্ন আমার স্কুল,গড়ে তুলবো ডিজিটাল প্রতিষ্ঠান

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার বিনির্মাণে প্রতিটি প্রতিষ্ঠানকে করতে হবে ডিজিটাল,আমার প্রতিষ্ঠানের ১২০০+ ছাত্র-ছাত্রীকে আই সি টি তে দক্ষ করে তুলতে হলে আগে প্রয়োজন সকল শিক্ষককে আই সি টি তে দক্ষ করে তুলা,সেই লক্ষ্য প্রতি সপ্তাহে একদিন ছুটির পরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আর কনটেন্ট ব্যবহার করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার জন্য আইসিটি জ্ঞান অবশ্যই থাকতে হবে।  কনটেন্ট তৈরি করা,মুক্তপাঠ,এম এস ওয়ার্ড,এক্সেল,এক্সেস ,ইন্টারনেটের ব্যবহার এ সকল বিষয়ে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।শুধু তাই নয় ,কনটেন্ট তৈরী করার পর শিক্ষক বাতায়নে আপলোড করা এবং বাতায়নের প্রতিটি ক্যাটাগরিতে কিভাবে আপলোড করবে তা প্রশিক্ষণ দিচ্ছি।আমার বিশ্বাস এভাবেই প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক শিক্ষক কে দক্ষ করে গড়ে তুলতে পারবো।