Loading..

খবর-দার

১১ অক্টোবর, ২০২১ ০৪:২১ অপরাহ্ণ

“ স্বাগত তুমি মুজিব বর্ষ ”এলিজা আক্তার তিশা

“ স্বাগত তুমি মুজিব বর্ষ ”

এলিজা আক্তার তিশা

(শ্রেনি-দশম ,নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়,ফকিরহাট, বাগেরহাট।)

মুক্তির আলো,সংগ্রামের পথ পেরিয়ে,

আজকে তুমি স্বাগত মুজিব বর্ষ ।।

শত  বর্ষের আলোর শিখা পার করে

আজকে তুমি জাগ্রত ঘরে ঘরে

উৎযাপিত মুজিব বর্ষ ।।


হাজার সংগ্রাম,

হাজার লড়াই,

হাজার ও যুদ্ধ বিদ্রোহের শেষে-

অর্জন করা হয় আমাদের স্বাধীনতা।

আর,এই স্বাধীনতার-

মধ্যমনি যিনি ছিলেন,,

বাংলার অবিসংবাদিত নেতা ।।


আজকে,

বঙ্গবদ্ধু তোমার জন্ম বার্ষিকী

পার করেছে শতবর্ষ,

আজ-

তুমি শুধু মাত্র বাংলার নও

গোটা বিশ্বের কাছে ধন্য।।


তোমার কর্ম নীতি,

হেটে চলার প্রত্যেকটি রাস্তা

বাংলার বৃদ্ধা থেকে শুরু করে,

কোমলমতি শিশুরা –

আজকে,

আহৰান  জানায় তোমায় ।


তুমি কী আবার ও আসবে ?

ফিরে আসবে এই বাংলায় ?

সত্যি-ই

শত বর্ষ পার করে আজ,

মুজিব বর্ষ তোমায়

স্বাগত জানায় ।।