Loading..

খবর-দার

১৮ অক্টোবর, ২০২১ ০৩:৩০ অপরাহ্ণ

স্কটল্যান্ডের কাছে হেরে লজ্জার রেকর্ডে টাইগারদের

বিশ্বকাপে দুই দলের প্রথম ম্যাচে বাংলাদেশকে বলে কয়ে হারিয়েছে স্কটল্যান্ড। ম্যাচের দুই দিন আগেই স্কটল্যান্ড কোচ শেন বার্জার বাংলাদেশকে পাত্তাই দিতে চাননি। তার শিষ্যরা গতকাল মাঠেও সেটার প্রমাণ দিয়ে দিয়েছেন। ৬ রানের হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের। পরাজয়ের লজ্জার পাশাপাশি আরও একটি লজ্জা জুটেছে মাহমুদউল্লাহদের ভাগ্যে।

এই অপ্রত্যাশিত পরাজয়ে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে ২০ ম্যাচে হারের স্বাদ পেয়েছে। ২০০৭ সাল থেকে কাল পর্যন্ত মোট ২৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ২৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে, পরিত্যক্ত হয়েছে একটি। আর বাদবাকি ২০ ম্যাচেই পরাজয় বরণ করতে হয়েছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশর পারফর্মেন্স খুব খারাপ। বিশ্বকাপে তো আরও করুণ। ২০০৭ সালে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে পরের চার ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। ২০০৯ থেকে ২০১২এই তিন বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে সব কটিতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। বাংলাদেশের থেকে বাজে অবস্থায় আছে শুধু পাপুয়া নিউগিনি, সংযুক্ত আরব আমিরাত ও হংকং।

তথ্য সুএ

কালের কন্ঠ