Loading..

খবর-দার

১৯ অক্টোবর, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ

দ্বৈত নাগরিকত্বে সাংবিধানিক পদধারীদের রুদ্ধতার ব্যাপ্তি
img
MD.AMINUL ISLAM

সহকারী শিক্ষক

নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে বেশির ভাগ রাষ্ট্রে দুই ধরনের নীতি অনুসৃত হয়। একটি, নিজ অথবা বাবা-মার জন্মস্থানের সূত্রে নাগরিকত্ব। অপরটি, একস্থানে একাদিক্রমে কিছুকাল বসবাসের কারণে নাগরিকত্ব। স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকে অভিবাসন বলা হয়। আর যখন একজন ব্যক্তি স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস করেন তখন তিনি সে দেশের অভিবাসী। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার কারণে আমাদের দেশের অনেকে ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতিতে অভিবাসী হতে আগ্রহী। তাদের অনেকেরই ধারণা ইউরোপ বা উত্তর আমেরিকা অথবা উপরিউক্ত অন্য কোনো দেশে অভিবাসী হলে সুখী হওয়া যাবে। এভাবে অভিবাসী হয়ে অনেকের জীবনে সমৃদ্ধি এলেও সামাজিক অবস্থান স্বদেশীদের তুলনায় নিম্নতর হওয়ায় অথবা মাতৃভূমিতে উচ্চপদের আশায় পরিণত অথবা মাঝ বয়সে অনেককেই আবার নিজ মূল দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করতে দেখা যায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অনেক মুসলিম নাগরিক সে দেশে পড়াশোনা শেষে ভালো চাকরি না পেয়ে অথবা কর্মজীবনে ঢুকে সুবিধা করতে না পেরে এ দেশে চলে এসেছেন এমন হাজারো নজির রয়েছে। এমন অনেক অভিবাসীর কথা শোনা যায়, যারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চাকরি শেষে সেখানে পেনশনভোগী আবার নিজ মূল দেশে এসে চাকরি ও ব্যবসাবাণিজ্যের সুযোগ-সুবিধা নিচ্ছেন। এটা অনেকটা গাছের আগা ও গোড়া উভয়টি খাওয়ার মতো বিষয়।