Loading..

প্রকাশনা

২২ অক্টোবর, ২০২১ ০৫:২৫ অপরাহ্ণ

জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জীবনী।

জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জীবনী সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

তার শাসনামলের উল্লেখযোগ্য বিষয় গুলি জানতে পারবে।

তার জাতীসত্বা ও তার চরিত্রের গুণ ও দোষাবলী সম্পর্কে বলতে পারবে। 


জহির উদ্দিন মোহাম্মদ বাবর  ১৪৮৩ সালের ১৪ ফেব্রুয়ারী ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহন করে ।  ফারগানা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তিনি ফারগানা প্রদেশের শাসনকর্তা ওমর মির্জার বড় পুত্র ছিলেন। তার স্ত্রী কুতলুক নিগার আনাম ইউনূস খান এর কন্যা ছিলেন।মঙ্গলদের থেকে উদ্ধুত বারলাস উপজাতিতে বেড়ে উঠলেও বাবরের জাতিতে তুর্কি ও পারস্য সংস্কৃতির সংমিশ্রণ ছিল। এই অঞ্চলগুলো পরবর্তীতে ইসলামিক জাতিতে পরিণত হয় এবং তুরকএস্থান এবং খোরাসান নামে পরিচিত লাভ করে। বাবরের মাতৃভাষা ছিল চাঘাতাই যা তার কাছে তুর্কি ভাষা নামে পরিচিত ছিল। এছাড়া তিমুরীয় বিত্তবানদের প্রধান ভাষা পার্সিও তার দখল ছিল। তিনি চাঘাতাই ভাষাতে তার আত্মজীবনী “বাবরনামা” লিখেছেন, যার ভাষা, বাক্য গঠন, শব্দ মূলত পারস্য ভাষার অনুসারী।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি