Loading..

খবর-দার

২৪ অক্টোবর, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ

আজ দিনাজপুর জেলা স্কাউটস এর ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত ঃ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ৬ষ্ঠ ত্রৈবার্ষিক কাউন্সিল সভা আজ জেলা প্রশাসক মহোদয় এর সভাকক্ষ কাঞ্চন হল-১ এ জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন  জনাব মোঃ সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক       ( শিক্ষা ও আইসিটি)। জেলা প্রশাসক মহোদয় এর অনুমতি সাপেক্ষে নির্বাচন কমিশনার মহোদয় প্রথমে নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তারপর সম্পাদক মহোদয় ৫ম ত্রৈবার্ষিক কাউন্সিল সভার রেজুলেশন পাঠ করে শুনান। তারপর রেজুলেশনের ৫.১ অনুচ্ছেদ অনুযায়ী সহসভাপতি ১,২,৩ নিয়ে আলোচনা করেন। সহসভাপতি (১) পুলিশ সুপার, (২) সিভিল সার্জন এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা  ও আইসিটি) মহোদয় গত নির্বাচনে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করা হয়।অপর দিকে ৪,৫ নাম্বার সহসভাপতি পদে অপর দুই ব্যক্তি অনাচ্ছা প্রকাশ করায় সর্ব সম্মতিক্রমে (৪) জেলা শিক্ষা অফিসার (৫)জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মহোদয় কে সহসভাপতি নির্বাচিত করা হয়। কোষাধ্যক্ষ পদে পুর্বের  আজিমা বেগমকে ৩য় বারের মতো নির্বাচিত করা হয়।।যুগ্ম সম্পাদক পদে নূরে আলম সিদ্দিকী, পুলিশ লাইন স্কুল কে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করা হয়। সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। কাউন্সিল মহোদয় ৯৭ জনের মধ্যে ৭০ জন ভোটার  ভোট প্রদান করেন, (uno  D,C. ADC সহ বেশ কিছু অফিসার মহোদয় তাদের ভোট প্রদানে অনিচ্ছা প্রকাশ করেন এবং শিক্ষকের প্রতিনিধি নির্বাচনে শিক্ষক কে উৎসাহ প্রদান করেন)।৭০ টি ভোটের মধ্যে মোঃ আনিসুজ্জামান মিলন ৪৪  ভোট পেয়ে বিজয়ীএবং মোঃ আকরাম হোসেন ২৬ ভোট পেয়ে পরাজিত হোন। এবং জেলা কমিশনার নিয়োগের সুপারিশ হিসাবে  জনাব মোঃ মাতলুবুল মামুন কে নিবার্চিত করা হয়  অপর দিকে ৫ সদস্য বিশিষ্ট একটি অডিট টিম গঠন করা হয়।