Loading..

খবর-দার

২৫ অক্টোবর, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ

উডব্যাজের আবেদন কিভাবে করতে হয়

এতদ্বারা সারাদেশের সরকারী- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্ডারগার্টেন, মাধ্যমিক/ সমমান হাইস্কুল / মাদ্রাসা  ইউনিট লিডার মহোদয়ের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যারা  বেসিক কোর্স,অ্যাডভ্যান্স ও স্কীল কোর্স সম্পুর্ন করেছেন ও  এক বছর  সময় অতিক্রম হয়েছে এবং উডব্যাজ পেতে আগ্রহী  তারা অনলাইন হতে উডব্যাজ ফরম সংগ্রহ করে পুরুন করে নিম্নোক্ত কাগজ পত্রসহ নিজ নিজ  উপজেলা স্কাউটস এর সম্পাদক বরাবর জমা প্রদান করিবেন। সঙ্গে যা লাগবে (১) এসাইনমেন্ট তৈরি(  অ্যাডভ্যান্স /স্কীল কোর্স শেষ কিভাবে দল পরিচালনা করছেন।)(২) এসএসসি/ সমমানের সনদের ফটো কপি।(৩) বেসিক,অ্যাডভান্স ও স্কীল কোর্সের  সনদের ফটো কপি (৪) গ্রুপ/ ইউনিটের মেম্বারশিপ পরিশোধের হালনাগাদ রসিদ (৫) বার্ষিক স্কাউটস পরিসংখ্যান (৬) শাপলা কাব/ পিএস অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন দুইজন শিক্ষার্থীর নমুনা তথ্য সংযুক্ত করতে হবে।(  আমি আগ্রহী কিন্তু শাপলা অ্যাওয়ার্ড পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণ করে নাই,তারা প্রস্তুতি গ্রহন করি আগামী জানুয়ারি / ফেব্রুয়ারি মাসে যেন প্রত্যেকে  দুইজন করে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করাতে পারি,) ।বিঃদ্রঃ সাপ্তাহিক প্যাক মিটিং / ট্যুপ মিটিং ধরে রাখি স্কাউটিং এ শিক্ষার্থী ১০০% তৈরি হবে। যারা সাপ্তাহিক প্যাক মিটিং ধরে রাখবেন, বাংলাদেশ স্কাউটস তাদেরকে মাসিক ২০০/ টাকা হারে সন্মানী প্রদান করবেন এবং কেউ যদি বার্ষিক ৩৫ টির বেশি প্যাক মিটিং পরিচালনা করেন তাহলে বাংলাদেশ স্কাউটস পুরস্কার প্রদানের ব্যবস্থা করবেন।